৫বারের বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। সই কুমার শানুকেই নাকি মুম্বই থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরকমই কিছু বিস্ফোরক দাবি করতে দেখা গেল কুমার শানুকে। তাও আবার লাইভ শো-তে। সঙ্গে অটো টিউনের ব্যবহার, মঞ্চে সিডি বাজিয়ে কিছু পারফরমারের ঠোঁট মেলানো, সব নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখ💜া গেল তাঁকে।
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাইভ শো চলাকালীন মঞ্চ থেকে সামনে উপস্থিত দর্শকদের উদ্দেশে কুমার শানু বলছেন, ‘ভাই একটা কথা বলি, এই স্টেজে এসে সিডি চালিয়ে দিয়ে, প্লাস ওয়ান ট্র্যাক চালিয়ে অনেকে পারফর্ম করে। সেটা তোমরা জানো। তবে আমি আমার ভক্𝕴তদের ঠকাতে চাই না। আমি যখন গাইব অন দ্য স্পট গাইব। এবং তাতে যদি আমার ভুলভ্রান্তি হয়, আমি আবার গাইব। তাতে যদি আমার শরীর খারাপ লাগে একটু বিশ্রাম নিয়ে গাইব। কিন্তু আমি লাইভ গাইব। এই বাঙালির বাচ্চার মধ্যে সেই ক্ষমতা আছে এখনো। একটা সুর দেবে, আর আমি তাতে খালি গলায় গেয়ে তোমাদের সন্তুষ্ট করব। এই ক্ষমতা আমাদের আছে। তাই আমি মিউজিক ছাড়া সোলো গলায় গেয়ে তোমাদের গান শোনাচ্ছি।’
আরও পড়ুন: বিয়ের সাড়ে ৮ মাসে সন্তান প্রসব, গর্ভাবস্থায় ২৭ বছরের বড় কাঞ্চনের এই কথা একেবারেই শোনেননি শ্র🥀ীময়ী
এরপরই তিনি নিজের মন্তব্য যোগ করলেন, ‘যতই চেষ্টা হোক, বোম্বেতেও (বর্তমান মুম্বই) অনেক চেষ্টা হয়েছে, আমার বিরুদ্ধে। আমরাও তো বাঙালি। এত সহজ না বম্বে থেকে আমাকে হাটিয়♚ে দেবে। ওরকম মাইকালাল নেই। এখনও যেরকম আছি, ওরকমই থাকব, তোমাদের কথা দিলাম।’
আরও পড়ুন: মোহিনীর মোহে মজেইꦏ ক🔯ি ডিভোর্স এআর রহমান আর সায়রার? চর্চা বাড়তে মুখ খুললেন ঘনিষ্ঠ
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: লম্বায় আরাধ্যা ছুঁল মাকে, মেয়ের জন্মদিনের ঝ💦কমকে ফোটো দিলেন ঐশ্বর্য! অভিষেক কি এলেন আদৌ
‘বস এক সনম চাহিয়ে আশিকিকে লিয়ে’, 'চুরা কে দিল মেরা', 'দো দিল মিল রহে হ্যায়'-এর মতো গান একসময় বলিউডকে উপহার দিয়েছেন কুমার শানু। শাহরুখ-সলমন-সইফ সকলের হয়ে প্লেব্যাক করেছেন। তবে আজকাল হামেশাই তাঁকে অভিযোগ করতে শোনা যায় মুম্বইয়ের রাজনীতির শিকার তিনি। বলে রাখা ভালো, ২০১৮ সালে সিম্বায় 'আঁখ মারে'রꦇ রিক্রিয়েশনে। তবে কনসার্টে এখনও হাউজফুল থাকে। গ্রামগঞ্জ হোক বা শহর তিলোত্তমা, অথবা মার্কিন মুলুক, তাঁর গানের চাহিদা ꧟এখনও কমেনি এক চুলও।