অ্যাওয়ার্ড নিয়ে তারকাদের মধ্যে রেষারেষি কোনো নতুন ব্যাপার নয়। আর তা যদি হয় ফিল্মফেয়ারের মতো বড় কোনো সম্মান, তাহলে তো কথাই নেই। সঙ্গে দেখা যায়, তারকাদের পাশাপাশি, তাঁদের অনুরাগীরাও কখনো কখনো আবার সামিল হয়ে যান বিতর্কে। তবে এবার বাংলার অন্যতম সেরা গায়িকা, লগ্নজিতার পোস্ট দেখে অনেকেই অবাক হবেন! বাংলা ফিল্মফেয়ার ২০২৫-এ নমিনেশন পায়নি তাঁর কোনো গান। স্বভাবতই পরিজন, বন্ধুবান্ধব বা অনুরাগীদের൩ কাছ থেকে সেই নিয়ে প্রশ্নের মুখোমুখিও হয়েছিলেন। তবে জবাব দিলেন সকলকে একসঙ্গে, তাও আবার সমাজ মাধ্যমে।
লগ্নজিতা লিখেছেন, ‘কাল সন্ধে (সোমবার) থেকে ব্𝓰যক্তিগতভাবে সবাইকে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লাম। তাই এখানে, একেবারে ক্ল্যারিফাই করে দিচ্ছি। না আমার ফিল্মফেয়ারে কোনো নমিনেশন নেই। আমার কোনো ♓কিছুতেই কোনো নমিনেশন নেই।’
আরও পড়ুন: ‘যখন ছেলে বডꩵ় হবে…’! সন্তান জন্মের আগেই চিন্তায় সিদ্ধার্থ, পুত্র সন্তানই চাইছেন নাকি কিয়ারা-রা?
‘এই বছর আমার কী কী রিলিজ হয়েছে, তার কী কী ভিউকাট (যেটা নাকি আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণএকটা জিনিস), সবই রয়েছে জনসম্মুখে। কিছুই লুকিয়ে রাখা নেই। কাজেই কেন কোনো অ্যাওয়ার্ড শো-তেই নমিনেশন নেই, বলতে পারব না। আর আমি যে সব জানি, সব বুঝি, তেমনটাও না।’, আরও লেখেন লগ🐟্নজিতা।
তবে গায়িকার বাদবাকি কথা থেকেই স্পষ্ট, এই নমিনেশন না পাওয়া নিয়ে মনে খারাপ লাগা থাকলেও, কোনো ক্ষোভ নেই কারও প্রতি। বিশেষ করে, নিজের সহকর্মীদ🙈ের প্রতি তো নয়ই। গায়িকা আরও লিখেছেন, ‘কিন্তু এটুকু বলতে পারি, বাকি অ্যাওয়ার্ড শোগুলোতেও গেছি, এটাতেও যাব। বাকিগুলোতেও সহকর্মীদের জন্য চিয়ার করেছি, হাততালি দিয়েছি, এটাতেও তার অন্যথা হবে না। আর বাড়িতে এমনিতেও দুটো ফিল্মফেয়ার আছে। সেই হিসেবে আমার জন্য ফিল্মফেয়ার𝓰 যথেষ্ট দয়ালু। কাজেই ঠিক আছে, আর কটা। সবাই মিলিয়ে মিশিয়ে পাক না, তাহলেই তো মজা।’
দেখা যায়, লগ্নজিতার এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ইমন মন্তব্য করেন, ‘আমার ভাই’। 🐼এক নেটিজেন লিখলেন🐻, ‘সুন্দর একটা মন আপনার। আপনার গানের মতোই ঝকঝকে। শ্রদ্ধা রইলো।’
কারা পেল বাংলা ফিল্মফেয়ার ২০২৫-এর নমিনেশন?
নমিনেশন তালিকায় নাম রয়েছে- অন্তরা মৈত্র (খাদান-কিশোরি গান), ইমন চক্রবর্তী (কী একখান গান বানাইসে-মেন্টাল), শ্রেষ্ঠা দাস (ডাকাতিয়া বাঁশি-বহুরূপী), শ্রেয়া ঘোষাল (আজ সারা বেলা- বহুরূপী), শ্রেয়া ঘোষাল 𓃲(তুই আমার হবি না- অযোগ্য), সোমলতা আচার্য চৌধুরী (আবহাওয়া বলে দেয়-আলাপ)।