বক্স অফꦛিসে তরতরিয়ে বাড়ছে ছাবা ছবিটির আয়। কিন্তু তার মাঝে সমস্যায় ভিকির ছবি। ছাবার নামে ১০০ কোটির মানহানি মামলা করার হুমকি শিরকে পরিবারের সদস্যদের। বেগতিক দেখে൲ ক্ষমা চাইলেন ছবির পরিচালক লক্ষ্মণ উটেকর। কিন্তু কেন মানহানির মামলা করার হুমকি দেওয়া হয়?
কী ঘটেছে?
ছাবা ছবিটিতে দেখানো হয়েছে গানোজি এবং কানোজি শিরকে ছত্রপতি সম্ভাজি মহারাজেরౠ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর সেই জন্যই নাকি শিবাজী পুত্রকে বন্দি করতে পারেন ঔরঙ্গজেব। আর এরপরই এই ছবি নিয়ে আপত্তি তুলেছে শিরকে পরিবারের সদস্যরা। তাঁদের কথায় এই ছবিতে তাঁদের পূর্বসূরীদের নিয়ে ভুল তথ্য🎉 দেখানো হয়েছে। শুধু তাই নয়, তাঁরা ছাবা ছবিটির বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা করার হুমকিও দেন।
গানোজি এবং কানোজি শিরকের ত্রয়োদশতম উত্তরসূরি লক্ষ্মীকান্ত রাজে শিরকে এই মানহানির মামলা দায়ের করেছেন, সেখানে তিনি জানিয়েছেন ছবিতে তথ্যকে বিকৃত করা হয়েছে। তাঁদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে এতে। এই মর্মে তিনি পরিচালককে তিনি একটি নোটিশও পাꦺঠিয়েছেন এবং জানিয়েছেন ১০০ কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি।
এই হুমকি পেতেই শিরকে পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পরিচালক লক্ষ্মণ উটেকর। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন যে গানোজি এবং কানোজি শিরকে যে গ্রামের ছিলেন সেই গ্রামের নাম ছবিতে উল্লেখ করা হয়নি কোথাও। অনিচ্ছাকৃত ভাবে তাঁদের আঘাত করার জন্য দুঃখিত বলেই জানিয়েছেন পর🌠িচালক।
আরও পড়ুন: লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে হাজির অনন্যা, বাগদানের আগে গোলাপ দিয়ে সারলেন প্রো🎉পোজ!
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রয𝓰োজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চꦡরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলল অক্ষয় খান্নার।