৩ খুদের গল্প😼 বলবে ‘অঙ্ক কি কঠিন’। এই বছরই মুক্তি পাওয়ার কথা সৌরভ পালোধি পরিচালিত ছবিটির। কিন্তু তার আগেই ফের ছবির মুকুটে লাগল নতুন পালক! চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতীয় প্যানোরোমা গোয়া (IFFI)-এর পর এবার নবম ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হল রাণা সরকার প্রযোজিত ছবিটি।
নবম ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ‘অঙ্ক কি কঠিন’
এদিন সকালে এই খবর প্রকাশ্যে আসতেই ছবির পরিচালক সৌরভ পালোধির সঙ্গে যোগাযোগ করে হিন্দুস্থান টাইমস বাংলা। ছবি মুক্তির আগে ফের এমন স্বীকৃত🔥ি পেয়ে তিনি বললেন, 'এরম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি নির্বাচিত হলে তো ভালোই লাগে। চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা IFFI সহ এই ছবিটি অনেক জায়গায় নির্বাচিত হল সেটা খুবই আনন্দের।🦩 খুব শীঘ্রই আরও বেশি মানুষ দেখবেন ছবিটা, সেটা আরও বেশি জরুরি আমার কাছে।'
আরও পড়ুন: এড শিরানকে পেয়ে অরিজিৎ কি ভুললেন রূপমকে? ঘোষণার ২ বছর পরেও কেন♔ এল না♍ জুটির গান, কী বললেন রকস্টার?
সৌরভ এদিন আরও জানান, 'আমি প্রচুর সিনেমা বানাই সেটা তো নয়। কম বানাই, কম পাইও। আমার ছবি বানানো, লোককে দেখানো উদ্দেশ্য। আর যাই বানাই না কেন সেটায় যেন একটা সামাজিক বার্তা থাকে সেটার চেষ্টা করি। এছাড়া, স্বীকৃতি পেলে তো আনন্দ হয়ই। রিলিজ হওয়ার পর মানুষ দেখলে, তাঁদের প🔜্রতিক্রিয়া জানলে আরও বেশি আনন্দ পাব। স্বীকৃতি পাব বলে মনে করব। এত বাচ্চা কাজ করেছে এই ছবিতে, অভিনেতা নন এমনও অনেকে কাজ করেছেন তো ছবিটা স্বীকৃতি পাচ্ছে মানে তাঁরাও স্বীকৃতি পাচ্ছে। সেটা একটা খুব আনন্দের বিষয়।'
কিন্তু কেন কম ছবি বানান সৌরভ? তাঁর কথায়, 'ছবি বাꦬনানোর জন্য অর্থ লাগে। প্রযোজক লাগে। যে যে ভাবে প্রযোজক পাওয়া যায় সে সে ঘটনাগুলো আমি জানি। কিন্তু সেগুলো আমি ঠিক পারি না। সেই কারণেই কম ছবি বানাই। কিন্তু এমন স্বীকৃতি তো অবশ্যই উদ্বুদ্ধ করে। লিখতে ভালোবাসি। প্রচুর লেখা, প্রচুর গল্প নিয়ে অপেক্ষা করি কবে কোন প্রযোজক স্বাধীনভাবে ছবি বানাতে দেবে, আমায় বলে দেবে না যে একে একে নিতে হবে, গল্পে এই এই করতে হবে। অঙ্ক কি কঠিন যেমন স্বাধীনভাবে বানাতে পেরেছি তেমনভাবেই আবার ছবি করার অপেক্ষায় থাকব। তাড়া নেই। প্রযোজককে আমায় ভরসা করতে হবে।'
মুক্তির আগেই ছবি আরও একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হতে পরিচালকের মতো একই সুর শোনা গেল প্রযোজক রাণা সরকারের গলাতেও। তাঁর কথায়, 'আমাদের ছবিতে তো গোয়া, চেন্নাইতেও গেছে। একাধিক জায়গায় অ্যাপ্লাই করা আছে, ধীরে ধীরে সেগুলোর রেজাল্ট প্রকাশ্যে আসছে। তবে ছোটদের নিয়ে তো সিনেমা কম হয়, এই ছবিটা হয়েছে। ভালোܫ সাড়া পাচ্ছে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। সামনের গরমের ছুটিতে আমরা ছবিটা রিলিজ করব। তখন দর্শকরাও এই ছবিটাকে গ্রহণ করবেন সেই আশাই করব।'
‘অঙ্ক কি কঠিন’ প্রসঙ্গে
এই ছবিতে দেখা 🎃যাবে ৩ বন্ধু- বাবিন, ডলি ও টায়ারের কথা। এই তিন খুদের চরিত্রে অভিনয় করবে ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়। করোনার কারণে এই তিন খুদের জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। পড়াশোনায় ছেদ পড়েছে। কিন্তু তাতে কি? স্বপ্ন দেখতে তো নিষেধ নেই! এই তিন শিশু চায় তারা বড় হয়ে হাসপাতালে খুলবে। সেখানে বিনা চিকিৎসায় যাতে কারও মৃত্যু না হয় সেই চেষ্টা করবে। কিন্তু সেটা কি বাস্তবেꦚ করতে পারবে তারা? সেই উত্তরই দেবে ‘অঙ্ক কি কঠিন’।