কৃষ্ণকলি-র পর বাংলা মিডিয়ামেও দর্শকরা ভালোবেসেছে নীল-তিয়াসার জুটিকে। অফ ক্যামেরাও কিন্তু দুর্দান্ত কেমিস্ট্রি তাঁদের। একে-অপরের পিছনে লাগার কোনও সুযোগই ছাড়েন না তাঁরা।
বাংলা মিডিয়াম সিরিয়ালে নীল আর তিয়াসা।
ডিসেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে বাংলা মিডিয়াম। প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে এই মেগা। কৃষ্ণকলির জুটি তিয়াসা রায় আর নীল ভট্টাচার্য ফিরেছে ফের একবার ছোট পরদায়। স্লট না পেলেও, টিআরপি-র সেরা দশে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম।
আপাতত মেগায় দেখানো হচ্ছে মহাবিবাহ সপ্তাহ। বিক্রমের দিদি সুহানার বিয়ে দিয়েছে ইন্দিরা। আর সেটাই দেখানো হচ্ছে ঘটা করে। আর জমজমাট এই পর্বের শ্যুটে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল পর্দার বিক্রম আর ইন্দিরাকে। দুজনেই বিয়ে বাড়ির গল্প ভাগ করে নিলেন মিডিয়ার সঙ্গে। আর তার মাঝেই কোস্টারকে ‘মোটা’ বলে কটাক্ষ করলেন নীল। আরও পড়ুন: টাকা নিয়েও গান গাইতে এলেন না নচিকেতা, বাতিল হল শো, কী বক্তব্য গায়কের?
টলি টাইমকে নিজেদের বিয়ে বাড়ি যাওয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে নীল বললেন, এখন তো বিয়ের মরশুম চলছে। অনেকগুলো বিয়েবাড়িই খেয়েছি। আর তিয়াসার কথায়, বিয়েবাড়ি যেতে ভালো লাগে কারণ সেজেগুজে যেতে পারেন আর অনেক খেতে পারেন। আর তাতেই নীল পাশ থেকে বলে ওঠেন, ‘ও এমনিতে মিডিয়াম সাইজ, কিন্তু লার্জ সাইজের জামা পরে বিয়ে বাড়ি যায়। কারণ মিডিয়াম হয়ে যায়, লার্জ হয়ে ফেরে।’ আর তাতে হাসতে হাসতে তিয়াসা বলে ওঠে, ‘আমি একটু খেতে ভালোবাসি কী করব!’ আরও পড়ুন:গোপনাঙ্গ ঢাকতে ভরসা কুশন, প্রেমিকের ছবি ফাঁস করল নায়িকা-বান্ধবী, বলুন তো কে?