গত ২৪ সেপ্টেম্বর ধুমধাম করে রাজকীয় ভাবে উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন রাঘব পরিণীতি। দেখতে দেখতে তাঁদের বিয়ের বেশ কিছুদিন কেটে গিয়েছে। তাঁদের বিয়ের সেই ডেকোরেশন, সাজ পোশাক, সব কিছুই সকলের নজর কেড়েছে। চর্চিত হয়েছে। তবে জানেন কি বিয়ের আগে নিয়ম আচার মানার বদলে চাড্ডা আর চোপড়ারা অন্য কিছুতে মেতে ছিলেন। কী? ক্রিক🐠েট সহ একাধিক খেলায়!
ꦑউদয়পুরে বিয়ে সেরে দিল্লি ফিরে আসেন নবদম্পতি। সেখানেই রাঘবের বাড়িতে বধূবরণ বা গৃহপ্রবেশ হয় পরিণীতির। তাঁর বিয়ে এবং সেই সম্পর্কিত খবর যখন এখনও চর্চায় তখন নিজেদের বিয়ের আরও একটি ইউনিক বিষয় প্রকাশ্যে আনলেন পরিণীতি।
রাঘব-পরিণীতির বিয়ের আগের দিনের ইভেন্ট
এদিন অভিনেত্রী একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেন তাঁর বিয়ের🌌 আগের দিনের। সেখানে তাঁদের দুই পরিবারকে ক্রিকেট সহ, চামচ দৌড়, তিন পায়ে দৌড়ানো, মিউজিক্যাল চেয়ার ইত্যাদির মতো একাধিক খেলা খেলতে দ🎐েখা যায়। তাঁদের পরিবারের সকলে তো ছিলেনই, সঙ্গে ছবিতে দেখা মেলে হরভজন সিংয়ের।
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…’, বাঘাযতীনের গানের পಞ্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
আরও পড়ুন: বাংলা🔥 ছবির বাজারের হাঁড়ির হাল হলেও তরতর𝔍িয়ে বাড়ছে হইচইয়ের সাবস্ক্রিপশন, কোন মন্ত্রে?
অভিনেত্রী এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আমাদের ট্র্যাডিশনাল ভারতীয় বিয়ের শুরুর আগে নিয়ম আচার মানার বদলে কী কী করেছি সেটাই এবার জানানোর পালা।' তিনি তারপর জানান কী কী খেলা হয়েছে সেখানে। তিনি জানান এখানে চাড𝔉্ডা, চোপড়া দুজনেই জিতেছে। এই খেলাগুলো জেতার জন্য নয়, দারুণ কিছু মুহূর্ত সঞ্চয় করার জন্য খেলা হয়েছে।
অভিনেত্রীর ভাই শিবাং কমেন্ট করেন এখানে। বলেন সেদিন তাঁরা দারুণ মজা করেছিলেন। হরভজন সিংও এক কথা লেখেন এদিন। মণীশ মﷺালহোত্রাও লাল ইমোজি দিয়ে ভরিয়ে দেন কমেন্ট। অস্কার জয়ী গুণীত মোঙ্গাও কমেন্টꦍ করেছেন পরিণীতির পোস্টে।