গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিলেন প্রীতি জিন্টা। গোলাপি রঙের একটি সালওয়ার পরে এদিন তিনি মন্দিরে আসেন। পুজো দেন দেবীর। শনিবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেন। এদিন তাঁকে একটি ভিডিয়ো কোলাজ বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায়। করোনা সংক্রমণ যেহেতু আবার বাড়ছে তাই তাঁকে এদ♒িন তিনি মাস্ক পরে থাকতে দেখা যায়।
অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে মন্দিরের এক ঝলক দেখা মিলেছে, সঙ্গে আশেপাশে থাকা পুকুর, দোকান, ইত্যাদির ছবিও পোস্ট করেছেন তিনি। এক সাধুর থেকে তিনি এই মন্দিরের একটি রেপ্লিকা পেয়েছেন। তিনি মন্দিরের ভিতর একাধিক ছবি তুলেছিলেন নিজের। সবটা মিলিয়ে তিনি একটা কোলাজ বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই ভিডিয়োর ব্য🍌াকগ্রাউন্ড মিউজিক হিসেবে অভিনেত্রী চ্যারিওটস অব ফায়ার গানটি যোগ করেছিলেন।
প্রীতি জিন্টা এই ভিডিয়ো ইনস্টাগ্রাম পোস্ট করে লেখেন, 'গুয়াহাটি যাওয়ার আমার অন্যতম কারণ ছিল কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া। যদিও আমার বিমান এদিন বেশ দেরি করেছিল। তবুও আমি সারারাত জেগে ছিলাম। তারপর যখন মন্দিরে গিয়ে পুজ♐ো দিই তখন আর কোনও ক্লান্তি ছিল না। শক্তিশালী ভাইব পেলাম মন্দির থেকে। মনটা আমার শান্তিতে যেন ভরে গেল।'
তাঁর এই পোস্টে এক ব্যক্তি লেখ༺েꦍন, 'যদি আপনারা কেউ গুয়াহাটি যান তাহলে অবশ্যই কামাখ্যা মন্দিরে যাবেন। যাওয়ার পর বুঝবেন কেন যেতে বললাম। জয় মা কামাখ্যা, জয় মাতাদি।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনি খুব সুন্দর।'
কিছুদিন আগেই কেকেআর এবং পঞ্জাব কিংসের খেলা ছ🔯িল। সেখানে অভিনেত্রী তাঁর দলের হয়ে গলা ফাটান। সেদিন পঞ্জাব জেতে। এরপর অভিনেত্রী কমেন্টে লেখেন, 'বাড়ি ফেরার মতো আনন্দের কিছু হয় না। সমস্ত পাঞ্জাবিদের ধন্যবাদ জানাই এমন উষ্ণতা অভ্যর্থনা জানানোর জন্য। আমরা ৪ বছর অপেক্ষা করেছি মোহালিতে ফেরার জন্য। ൲আমি খুব খুশি আমরা এবার আইপিএলের এই সিজন জয় দিয়ে শুরু করলাম বলে।'
বর্তমানে অভিনেত্রী তাঁর বরের সঙ্গে আমেরিকাতে থাকেন। তাঁরা ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে তাঁরা গাঁটছড়া বাঁধেন। এরপর ২০ಞ২১ সালে তাঁরা সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের বাবা মা হন।