ছোটবেলার প্রেম, এরপর বড় হয়ে সেই সুজ☂ানকেই বিয়ে করেন সুপারস👍্টার হৃত্বিক রোশন। সেটা ছিল ২০০০ সাল। সুখেই কাটছিল সংসার। তাঁদের দুই ছেলেও হয়। রেহান ও হৃদান। এরপর হঠাৎই ২০১৪ সালে এসে ডিভোর্সের কথা জানান বলিপাড়ার এই তারকা দম্পতি।
সেসময় তথাকথিত 'আদর্শ দম্পতি'র ডিভোর্সে হতবাকই হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু ಌকেন ভেঙেছিল তাঁদের বিয়ে? এর উত্তর এখনও মেলেনি। এরপর ২০১৭ সালে ফের একবার হৃত্বিক ও সুজানের ফের কাছাকাছি হওয়ার খবর শোনা যাচ্ছিল। সেসময়♍ দুই ছেলেকে নিয়ে একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, সিনেমা দেখতে যাওয় সবই করছিলেন তাঁরা। শোনা যাচ্ছিল ফের বিয়ে করতে পারেন! তবে নাহ, হৃত্বিক-সুজান সেপথে আর হাঁটেননি।
এই মুহূর্তে এরাঁ দুজনেই নিজে💎দের মতো করে আলাদা আলাদা বন্ধু-বান্ধবী খুঁজে নিয়েছেন। হৃত্বিক সম্পর্কে জড়িয়েছেন বয়সে অনেক ছোট সাবা আজাদের সঙ্গে। আর সুজানও আরসালান গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সম্প্রতি প্রাক্তন বউমা সুজানকে নিয়ে মুখ খুললেন রাকেশ রোশন।
আরও পড়ুন-মুসলিমকে বিয়ে করেও ধর্মান্তরিত হননি দেবলীনা, এবার সামনে এল 'গোপী বহ⛎ু'র ছেলের🅷 নাম
আরও পড়ুন-কোমর ধরে তরুণ꧑ীকে কাছে টেনে Flirting! শাহরুখ ফের বললেন, 'এর থেকে💫 বেশি কাছে টানার…'