🌃 তিনিই বলিউড 'কিং', সিনেপ্রেমীদের হৃদয়ের রাজা। অনুরাগীদের মন কীভাবে জয় করতে হয়, তা তিনি ভালোই জানেন। আর তাঁর মতো রসবোধ জুড়ি মেলা ভার! সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে আরও একবার অনুরাগীদের মন জিতে নিলেন বাদশা। তারই মধ্যে ভাইরাল হয়েছে এক তরুণীর সঙ্গে শাহরুখের একটি ভিডিয়ো।
কী আছে সেই ভিডিয়োতে?
দেখা যাচ্ছে, তরুণীর কোমর ধরে তাঁকে কাছে টেনে🔥 নিয়েছেন শাহরুখ। প্রিয় তারকাকে এভাবে পেয়ে মেয়েটিকেও বেশ হাসিখুশি দেখা যাচ্ছিল। মেয়েটি তাঁকে বলেন, ‘I Realy Love You’। কিং খানও তখন তাঁর সঙ্গে ফ্ল্যার্ট করতে শুরু করেন। শাহরুখ তাঁকে জিগ্গেস করেন, ‘আরেকবার তোমার নাম বলো ডার্লিং,’ উত্তর এল শানসা। এরপর পর কিং বললেন, ‘এই ডায়ালগ টা শানসার জন্য…, বেটে কো হাত লাগানে সে প্যাহেলে’, ফের হেসে ফেলে বললেন, ‘দুঃখিত ভুল ডায়ালগ, সরি, সরি, সরি। মেরে আঁখো মে দেখো, মেরে করিব আও, অউর পাস, অউর পাস…। ইসসে জাদা পাস তো allowed (অনুমতি) নেই হ্যায় ডার্লিং…আব তুম যাও।’
কিং-এর এমন কথা হেসে ফেলেন ওই তরুণী। তবে এরপর শাহরু🍒খ তাঁর সঙ্গে হাত মিলিয়ে থ্যাং ইউ, গড ব্লেস ইউ বলে তাঁকে বিদেয় জানান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিং খানের এই ভিডিয়ো।
শানসা নামে তরুণী সোশ্যাল মিডিয়ায় শাহরুখের সঙ্গে ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে তিনি নিজের আবেগ চেপে রাখতে পারেননি। লেখেন,'ꦺ@iamsrk-এর সঙ্গে যাদুকর মুহূর্ত! আমি এখনও ঘোর কাটিয়ে উঠতে পারছি না! যে মেয়েটি ছোটবেলা থেকে শাহরুখকে টিভিতে দেখত, সে একদিন তাঁর সঙ্গে স্টেজ শেয়ার করবে কে তা জানত! কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো…তো পুরী কাইনাত উসে তুমসে মিলানে কি কৌশিস মে লগ জাতি হ্যায়।' @city1016 এই সুযোগ জন্য আপনাকে ধন্যবাদ! আমি সত্যিই ধন্য মনে করি!' অর্থাৎ শাহরুখের সঙ্গে দেখা করানোর জন্য আয়োজন সংস্থাকেও ধন্যবাদ দিতে ভোলেননি শানসা।
এদিকে বুধবারই দুবাইয়ের অনুষ্ঠান থেকে কিং খান শাহরুখের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে তিনি অ👍নুরাগীদের সঙ্গে কথোপকথনে অংশ নিচ্ছিলেন। সেখানেও বিভিন্ন অনুরাগীর সঙ্গে মজ🐼া করতে দেখা যায় অভিনেতাকে।
সেখানে এক অনুরাগী শাহরুখের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘শাহরুখ I Love You’। তখন বাদশা বলেন, ‘আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। তবে এটা শেষ হলে তবেই আমরা বিয়ে করতে পারব।’ফের ওই ভক্ত বলেন, 'আমি তোমাকে ছুঁতে চাই। আর তখন বলিউড কিং বলেন, 'আরে অ্যায়সে থোড়েনা বোলতে হ্যায় পাবলিকলি? I want to touch you, touch you'। মেরেকো ভি শরম আতি হ্যায়। অ্যায়সে থোড়ি না হ্য়ায় পাবলিকলি বোলেগা ইয়েসব... আভি হুঁ ম্যায় ইয়াহি পে হুঁ ম্যায়, জা নেহি রাহা হুঁ' (আর জনসমক্ষে এসব কেউ বলে।ꦬ যে আমি ছুঁতে চাই ছুঁতে চাই। আমারও লজ্জা লাগে। প্রকাশ্যে কেউ কি এভাবে বলে নাকি!... আমি এখন এখানেই আছি, কোথাও যাচ্ছি না)। আমি এখানে আরও কিছুক্ষণ আছি। আপনাদের সবার সঙ্গে আরও কিছুটা সময় কাটাব'।