২১ ফেব্রুয়ারি বিয়ে করলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। দক্ষিণ গোয়ায় সৈকতের ধারে এক সাত তারা হোটেলে চার হাত এক হয় নব দম্পতির। সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। সিন্ধি এবং পঞ্জাবি রীতি মেনে এদিন বিয়ে করেন তাঁরা। এ দিন বিয়ের পর পাপারাৎজ্জির সঙ্গে দেখা করে ছবি তোলেন নব দম্পতি। তারপর বিয়ের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের জন্য বিখ্যাত বলিউড ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে বেছে নিয়েছিলেন রাকুলপ্রীত সিং। বিয়ের দিন প্যাস্টেল রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন নববধূ। সম্পূর্ণ লেহেঙ্গা হাতের কাজ করা। সঙ্গে ফ্লোরাল কাজ করা দুপাট্টা ছিল মাথায়। পরেছিলেন গোলাপি রঙের চুরি এবং মানানসই হার, কানের এবং টিকলি। ডিজাইনার তরুন তাহিলিয়ানি তাঁর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লেহেঙ্গা সম্পর্কে সমস্ত বিবরণ পোস্ট করেছেন। লিখেছেন, ‘সন্ধ্যায় বিয়ের জন্য রাকুল একটি সমসাময়িক কিন্তু প্রাণবন্ত পোশাক বেছে নিয়েছেন। যেমনটা কল্পনা করেছিলেন এবং তরুণ তাহিলিয়ানি তার জীবনে একটি দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করেছে’।