রণবীর কাপুর সকলকে মনে করিয়ে দিলেন তিনি বড়সড়🧸 ফ্য়ান ‘পুষ্পা’র। ইন্ডিয়ার আইডলের মঞ্চে এসে একথা আরও একবার স্মরণ করালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। আসলে, ইন্ডিয়ান আইডলের মঞ্চে সহ অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর। উপলক্ষ ছিল আসন্ন সিনেমা ‘অ্যানিম্যাল’-এর প্রচার।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে আল্লু♛ অর্জুনের ‘পুষ্পা’ সিনেমা থেকে 'শামি শামি' গানে নেচে ওঠেন অভিনেতা রণবীর কাপুর। ভিডিয়োতে দেখা গিয়েছে, কুমার সানুকে গানের স্টেপে কোমন দোলাতে সাহায্যও করেছেন অভিনেতা। রশ্মিকা, শ্রেয়া ঘোষাল এবং অন্যদের শেখাচ্ছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক প্রথমে গানের স্টেপগুলি মেলাতে গিয়ে নাজেহাল হচ্ছিলেন, রণবীর তাঁকে নাচতে সাহায্য করেন। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: একরত্তি ছেলেকে 🌳কোলে আগলে ছবি দিলেন জসপ্রীত, কমেন্টে෴ কী লিখলেন সঞ্জনা গণেশন
আপতত নিজের আসন্ন ছবি ‘অ্য়ানিম্যাল’-এর প্রচারে ব্য়স্ত রণবীর। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে অ্যানিম্যাল-এর টিজার। যার জেরে এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন রণবীর ও ববি। অ্যানিম্যাল নিয়ে কথা বলার সময় রণবীর বলেন, ‘অ্যানিম্যাল হচ্ছে কাভি খুশি কাভি গম-এর অ্যাডাল্ট ভার্সন। আমাকে যদি এক লাইনে এই ছবিকে বর্ননা করতে হয় তাহলে বলব,🍰 এমন এক মানুষের গল্প যে নিজের পরিবারকে রক্ষা করতে যতদূর খুশি যেতে পারে। এটাই হল এই ছবির মূল কথা।’
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর বলেন, ‘অর্জুন’ চরিত্রটা ‘আমার কেরিয়ারের সবচেয়ে জটিল চরিত্র। আপনি কাউকে মারলেন, রক্ত বেরিয়ে এল। ১০ সেকেন্ডে আপনি তা দেখে বোর হয়ে যাবেন। হিংস্রতা হচ্ছে মাথায়, কতটা💙 একটা মানুষের মাথা নিতে পারে! কোনটা ঠিক আর কোনটা ভুল। 🥃প্রতিপক্ষে থাকা ববি স্যার নাকি আমি। এই সিনেমাটা দেখার পর সমাজ, দর্শক এই প্রশ্নই করবে।’
বাবা-ছেলের সম্পর্কের জটিল দ্বন্দ্ব এই প্রেক্ষাপটেই সাজানো রণবীর কাপুরের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এই ছবি। রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে বাবা-ছেলের সম্পর্কের চড়াই-উতরাইয়ের বন্য গল্প ‘অ্যানিম্যাল’। এই ছবিতে রণবীর♈ের নায়িকা রশ্মিকা মন্দানা। ছবিতে রণবীর-ববির দ্বৈরত দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। সেন্সর বোর্ড আগেই জানিয়েছে এই ছবি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবি। ১ ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।