জানুয়ারি মাসের শেষ দিকেই দ্বিতীয়বার ছাদনাতলায় যান আরজে অয়ন্তিকা। ওরফে দুনির মা। বিয়ের একাধিক ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, প্রাক্তন স্বামী তথা সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার না টিকলেও তাঁরা দুজন মিলেই যে তাঁদের সন্তান, দুনিকে মানুষ করছেন সেটা সোশ্যাল মিডি🌞য়ায় চ🐻োখ রাখলেই বোঝা যায়। তবে এদিন জীবনের নতুন অধ্যায় শুরু করার পর ফের একফ্রেমে দেখা গেল দুই প্রাক্তকে।
কী ঘটেছে?
গত ২০ ফেব্রুয়ারি ছিল আরজে অয়ন্তিকা এবং নী🅠লায়ন চট্টোপাধ্যায়ের এক কমন ফ্রেন্ডের বিয়ে। তাঁর বিয়েতেই ফের এক ফ্রেমে দেখা গেল দুজনকে। এদিন অয়ন্তি𝓰কা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে নতুন বর কনের সঙ্গে তাঁকে তাঁর বর্তমান স্বামী হিরজিতের সঙ্গে দেখা যায়। পাশেই ছিলেন তাঁর প্রাক্তন স্বামী নীলায়ন চট্টোপাধ্যায়ও। ছিলেন তাঁদের অন্যান্য বন্ধুরাও।
এই ছবিটি পোস্ট করে এদিন অয়ন্তিকা লেখেন🅺, 'বন্ধু মানে এই আড়ি এই ভাব। বন্ধু মানে এক নিমেষে অভিমান ভুলে যেতে পারি। বন্ধু মানে হাফ প্যান্ট থেকে শাড়ি, বন্ধু মানে পিএনপিসি কাড়ি কাড়ি।' একই সঙ্গে তিনি বন্ধুকে বিয়ের শুভেচ্ছাও জানান।
এই বিষয়ে বলে রাখা ভালো, অয়ন্তিকা বিয়ে করলেও, এদিন বন্ধুর বিয়েতে একটি ছবি পোস্ট করে নীলায়ন লেখেনꦐ, 'তুই করছিস কর, আমাকে আর টানিস না।' সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর বন্ধু তাঁকে টোপর পরাতে চাইছেন। তাতেই মজা করে এই ক্যাপশন দিয়েছেন নীলায়ন।
আরও পড়ুন: 'কাল একটা বড় দিন আমার জন্য' রান্নাবাটির শ্যুটিং শুরু ক✤রেও চাল🌞চিত্র নিয়ে কোন আপডেট দিলেন প্রতীম?
আরও পড়ুন: এক ফ্রেমে নীল-স🅰্বৈরিতি! ১০ বছর পর ফের 'ফিরছে ঠিক যেন লাভ স্টোরি জ♌ুটি?', প্রশ্ন নেটপাড়ার
প্রসঙ্গত অয়ন্তিকা চক্রবর্তীর সঙ্গে আরজে নীল ওরফে নীলায়ন চট্টোপাধ্যায়ের প্রথম দেখা হয়েছিল🐽 দ্বিতীয় জনের একটি পারফরম্যান্সের সময়। এরপর তাঁরা বিয়ে করেন ২০১২ সালে। যদিও বহুদিন ধরেই আলাদা নীল আর অয়ন্তিকা। সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবিও নেই। দুনি থাকে মায়ের সঙ্গেই। কবে বিচ্ছেদ বা কী কারণে বিচ্ছেদ তা স্পষ্ট নয়। সম্প্রতি হিরজিতের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে অয়ন্তিকা লিখলেন, ‘আজ থেকে আমরা একসঙ্গে’। মেয়েকে নিয়েই দ্বিতীয় বিয়ে করলেন তিনি।