গতকাল অর্থাৎ সোমবার ১৯ মে সন্ধ্যায় (ভারতীয় সময় রাত ১০:১৫ মিনিট) ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সꦜত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি প্রদর্শনী সম্পন্ন হয়েছিল। তবে চল𝓰তি বছর কান চলচ্চিত্র উৎসবে সবথেকে বড় চমক ছিল শর্মিলা ঠাকুর এবং সিমি গারেওয়ালের উপস্থিতি। এই দুই ভারতীয় তারকা উপস্থিতি আরও একবার মনে করিয়ে দিল ভারতীয় ঐতিহ্যের কথা।
সোমবার কান𒊎 চলচ্চিত্র উৎসবের জন্য শর্মিলা ঠাকুর বেছে নিয়েছিলেন একটি সোনালী পাড়ের সবুজ রঙের শাড়ি, সিমি সাদা পোশাকে সাজিয়েছিলেন নিজেকে। এই দুই তারকার সঙ্গী হয়েছিলেন সত্যজিৎ অনুরাগী আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন।
আরও পড়ুন: 'আমার বাকি ৯, বোনের ১০...',শ্যুটিংয়ে ফাঁকে মহাকাল দর্𒐪শনে স্বস্তিকা
আরও পড়ুন: হাঁটুর বয়সী নায়িকাকে চুমু কমল হাসান𝐆ের, ‘ঠগ লাইফ’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা
শর্মিলা 🤡এবং সিমিকে কান চলচ্চিত্র উৎসবে দেখে মুগ্ধ দর্শকরা বলেন, ‘একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে এমন ভাবেই সাজতে হয়।’ অনেকেই আবার বলেন, ‘ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার এটি সঠিক পদ্ধতি।’ কেউ কেউ দুই অভিনেত্রীকে ‘দুই রত্ন’ বলে অভিহিত করেন। ফ্যাশন মানেই নিজের সংস্কৃতিকে তুলে ধরা বলেই 🌺মনে করেছেন অনেকে।
প্রসঙ্গত, ১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ‘অরণ্যের দিনরাত্রি’। সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শমিত ভঞ্জ, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, কাবেরী বসু ও সিমি গারেওয়াল অভিনয় করেছিলেন✱ এই সিনেমায়। এই সিনেমাটি ২০ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ারের পুরস্কারে মনোনীত হয়েছিল।
আরও পড়ুন: ফে🎉র মহামারী আতঙ্কে গোটা দেশ! করোনায় আক্রান্ত শিল্পা শিরোদকর, কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিমানে নয়, দিল্লি থেকে ট্রেনে কলকাতায় আসেন শাহরুখ, ভা𓂃ইরাল ৩৫ বছরের পুরনো ছবি
তবে কান চলচ্চিত🥃্র উৎসবে প্রথম নয়, এর আগেও আন্তর🙈্জাতিক পর্দায় প্রদর্শিত হয়েছিল অরণ্যের দিনরাত্রি। একসময় প্যারিস এবং নিউইয়র্কের একাধিক প্রেক্ষাগৃহে সত্যজিৎ রায় পরিচালিত এই ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন একাধিক বিদেশী দর্শক।