সম্প্রতি খবর এসেছে যে রূপালি গঙ্গোপাধ্যায় অনুপমা ছেড়ে দিচ্ছেন। আর এই খবরে হতবাক অনুর♈াগীরা। এবার এবিষয়ে মুখ খুললেন রুপালী
রূপালী গঙ্গোপাধ্যায়
অভিনেত্রী রূপ𒈔ালি গঙ্গোপাধ্যায়কে কে না চেনেন! আজকাল অবশ্য টেলিদর্শক তাঁকে নতুন করে টেলিভিশনের ‘অনুপমা’ হিসাবেই চিনেছেন। বেশ কয়েক বছর ধরেই দর্শকদের মন জয় করেছে এই শো। দীর্ঘদিন ধরে শোটি TRP তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছিল। তবে বেশ কিছুদিন ধরে অনুপমা-র টিআরপিও এখন নিম্নমুখী। এদিকে এরই মাঝে খবর ছড়ায় রূপালি গঙ্গোপাধ্যায় শোꩵ (অনুপমা) ছাড়ছেন। তবে এই খবরে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
ঠিক কী বলেছেন রূপালি গঙ্গোপাধ্যায়?
সম্প্রতি সাক্ষাৎকারে ‘অনুপমা’ ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন রূপালি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘বাহ! কিছু লোকজনের কল্পনাশক্তি অসীম। তবে আমার সম্পর্কে কথা বলার জন্য, আমার শো নিয়ে কথা বলার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এতে কীই বা বলতে পারি? আমার স্বামী ও আমি দুজনেই বিশ্বাস করি যে রাজনজি (প্রযোজক রাজন শাহী) আমাকে যেটাই (শো) দিয়েছেন- সেটাই আমার স্বীকৃতি। আমি এই ঋণ এই জীবদ্দশায় শোধ করতে পারব না। এই সিরিয়ালের সেট আমার দ্বিতীয় বাড়ি, এই ইউনিট একটি পরিবারের মত হয়ে গিয়েছে। ঈশ্বর করুন, এটা কখনও যেন শেষ না হয়! তবে কখনও যদি রাজনজি বলেন, আমার আর প্রয়োজন নেই, তাꦡহলে আমি ওঁর সঙ্গে ঝগড়া করতে পারি। তবে বলব, দয়া করে আমাকে অনুপমায় ছাড়তে বলবেন না।’
রূপালি বলেন, ‘আমিf এই শোয়ের গেট খুলেছি, আর আমি শেষপর্যন্ত এই শোয়ের অংশ হয়ে থাকব। অনুপমা আমার অস্তিত্বের একটি অংশ হয়ে উঠেছে তাই এধরনের খবর হাস্যকর। কিছু মানুষ যা অনুমান করেন, সেটাই সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেন। তবে যে সমস্ত ভালবাসা আমি পেয়েছি তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যাঁরা আমার পাশে থেকেছ𝕴েন, তাঁদের জন্য আমি বলতে চাই অনুপমা দেখতে থাকুন। আশা করি যে এই যাত্রা বছরের পর বছর ধরে চলতে থ♎াকবে। আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ জানাই না।’