প্রীতি জিন্টা বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। আইপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই অভিনেত্রীর নাম খবরের শিরো🌞নামে। কারণ তাঁর টিম পাঞ্জাব কিংস এই মরশুমে অসাধারণ ভালো খেলছে।
💦কিন্তু প্রীতি সোশ্যাল মিডিয়ায় তাঁর জাল ছবি জন্য ফের সমালোচনার মুখে পড়েছেন। তার সেই জাল ছবিটি ইন্টারনেটে ব্যপক ভাবে ভাইরাল হয়েছে। রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী খেলয়ার বৈভব সূর্যবংশীর সঙ্গে তাঁর বিকৃত ছবি এখন সামজমাধ্যের🐠 অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আর এই কান্ডে বেশ বিরক্ত নায়িকা।
মর্ফ করা ছবি নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রীতি জিন্টা
সোমবার, বৈভবের জয়পুরে পাঞ্জাব কিংসের সহ-মালিক প্💖রীতির সঙ্গে দেখা করার বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি প্রকাশ্যে আসে। ভিডিয়োতে অভিনেতাকে বৈভবের সঙ্গে কথোপকথন করতে এবং তারপর তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায়। দাবি করা হয়েছিল যে, ভিডিয়োটি জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামের।
বৈভবকে জড়িয়ে ধরার ছবিটি সকলের দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে🍷 সঙ্গে তা স্যোশাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ো ছবিগুলি রি-শেয়ার করে যে জানান যে এগুলি আসল নয়।
বৈভবকে জড়িয়ে ধরার ভিডিয়োটি রি-পোস্ট করে প্রীতি লেখেন, ‘এটা একটা বিকৃত ছবি এবং ভুয়ো খবর। আমি এখন অবাক হচ্ছি যে সংবাদ চ্যানেলগুলিও বিকৃত ছবি ব্যবহার করছে এবং সেগুলিকে খবর হিসেবে তুলে ধরছে।’ তিনি একই ভিডিয়ো সম্পর্কে একটি আঞ্চলি𝓰ক সংবাদ প্রতিবেদনের আরও একটি লিঙ্ক রি-পোস্ট 💙করে লেখেন, ‘বিকৃত ছবি সহ ভুয়ো খবর।’
ভিডিয়োটি সম্পর্কে আরও তথ্য
সোমবার, রাজস্থান রয়্যালসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থে꧂কে প্রীಌতির বৈভবের সঙ্গে দেখা করার একটি ভিডিয়ো শেয়ার করা হয়। ফ্র্যাঞ্চাইজিটি পোস্টটির ক্যাপশনে লিখেছে, ‘স্কুলে ফ্লেক্স লেভেল: বৈভব সূর্যবংশী।’
ভিডিয়োটি শুরু হয় রা𝐆জস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রীতির কথোপকথনের মধ্য দিয়ে। কিছুক্ষণ কথা বলার পর, তিনি সরে এসে বলেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।’ এরপর তাঁকে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখ🅷া করতে ইচ্ছুক হতে দেখা যায়।
এরপর বলিউড অভিনেত্রী বৈভবের কাছে যান। তাদের কিছুক্ষণ ဣকথা বলতে দেখা যায়। কথোℱপকথনের পর, বৈভব তাঁর সঙ্গে হাত মেলান। ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে 'কোই মিল গয়া' গানটি ব্যবহার করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিয়োতে প্রীতিকে বৈভবকে জড়িয়ে ধরতে দেখা যায়নি।