২০২৪ সালের ইদে সলমন খানের কোনও ছবি আসেনি। ফলে বেশ খানিকটা হতাশ হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে ভক🗹্তদের সেই হতাশা বেশিদিন স্থায়ী হতে দেননি ভাইজান নিজেই। ঘোষণা করে দেন, এবার ফাঁকি গেলেও সামনে বার মোটেও তাই হবে। আগামী বছর ইদে মুক্তি পাবে তাঁর নতুন ছবি সিকান্দর। আর সেই ছবি নিয়ে সলম𓃲ন ভক্তদের মতো উত্তেজনা বাড়ছে। এবার জানা গেল তিনি সেই ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন। সেই ছবির সেট থেকেই প্রকাশ্যে এল ছবি। এআর মুরুগাদোস পরিচালনা করছেন এই ছবিটির।
সিকান্দর ছবির শ্যুটিং শুরু করলেন সলমন খান
সলমন💟 খানের এক ভক্ত তাঁরই একটি ফ্যান পেজে এদিন ছবির সেটের একাধিক ছবি পোস্ট করেছেন। এআর এক্সে পোস্ট হওয়া সেই ছবি দেখে বোঝা যাচ্ছে সলমন খান বর্তমানে সিকান্দর ছবির শ্যুটিং করে দিয়েছেন।
আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না 💮নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, ♒'এই সুবিধা তখনই পাবেন যখন...'
যে ছবিটি এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সলমন খান তাঁর এক মহিলা ভক্তের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। ভাইজানের পরনে কালো টিশার্ট। এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'মেগাস্টার সলমন খান সিকান্দর ছবির সেটে। তিনি তাঁর আগামী ছবির শ্যুটিং শুরু করে দিলেন। ছব⭕িটি ২০২৫ সালের ইদে মুক্তি পাচ্ছে।'
সিকান্দর প্রসঙ্গে
এআর মুরুগাদোস পরিচালিত এই ছবিটির প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা। সলমন খানের বিপরীতে এখানে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। অভিনেত্রী নিজেই কিছুদিন আগে সেই বিষয়ে ঘোষণা করেছেন।🌼 জানিয়েছেন যে তিনি এই অ্যাকশন থ্রিলারের অংশ হতে চলেছেন। তাঁকে এর আগে অ্যানিম্যাল ছবিতে দেখা গি🌞য়েছিল।
আরও পড়ুন: 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানཧি না পেয়ে নাচ নিয়ে এগোন ডোনা! সৌরভের কথায় হেসে খুন ঋ▨তুপর্ণ
প্রসঙ্গত প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে এর আগেও একাধিক ছবিতে কাজ করেছেন সলমন। তাঁরা এর আগে কিক, জুড়🃏য়া, মুঝসে শাদি করোগি, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।