Sara Ali Khan: আম্বানিদের অনুষ্ঠানে শর্মিলার পোশাক ধার করে পরেছেন, ঠাকুমাকে ধন্যবাদ দিলেন সারা Updated: 05 Mar 2024, 07:33 PM IST Ranita Goswami সম্প্রতি নিজের এই লুক, পোশাকের জন্য 'বড়ি আম্মা' অর্থাৎ ঠাকুমা শর্মিলা ঠাকুরকে ধন্যবাদ দিয়েছেন সারা। কারণ, সারার পরা এই পোশাকটি আসে শর্মিলা ঠাকুরের। আম্বানিদের অনুষ্ঠানের জন্য ঠাকুমা শর্মিলার সেই পোশাকই ধার করে পরেছিলেন সইফ কন্যা।