যেকোনও উৎসব -পার্বণে দূরদর্শনের পর্দায় অনুষ্ঠান দেখার স্মৃতি এখনও আমাদের অনেকের স্মৃতিতেই টাটকা। সে এক অন্যরকম নস্টালজিয়া। আজ অবশ্য বহু বেসরকারি চ্যানেলের দৌলতে সর্বক্ষণই টেলিভিশনের পর্দায় নানান অনুষ্ঠান হয়ে থাকে। তবে দূরদর্শন আজও একই আছে। তবে এখন সেখানে বিভিন্ন সময় নানান অনুষ্ঠান হয়ে থাকে।
রবিবার সরস্বতী পুজো উপলক্ষ্যেও দূরদর্শনের পর্দায় ছিল বিশেষ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেরই সঞ্চালনার জন্য দায়িত্ব পেয়েছিলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায়। খুব ভোরে উঠে অনুষ্ঠান করতে যান তিনি। ঠিক ৬টায় পৌঁছে যান ডিডি বাংলার অফিসের সামনে। সেই মুহর্তটিই পুরোটাই লেন্সবন্দি করেন শিল্পী। দূরদর্শনের অফিস থেকে মেকআপ রুম সবটাই ঘুরিয়ে দেখান তিনি।
সমদীপ্তাকে বলতে শোনা যায়, ‘এখন হয়ত ৬টা ২ হবে, রয়েছি ডিডি বাংলার অফিসের সামনে। গলফগ্রিনে দূরদর্শনের অফিস এটা। সরস্বতী পুজোর একটা স্পেশাল এপিসোড করছি। আমি সঞ্চালনার দায়িত্বে আছি। আমার সঙ্গে আজকে যিনি অতিথি, তিনি হলেন মধুরা ভট্টাচার্য। আপনারা প্রত্যেকেই মধুরাদিকে চেনেন। চলুন আজকে আপনাদের দেখাই দূরদর্শনের ভিতরটা ঠিক কেমন? অনেকেই জানতে চান, কারণ এই জায়গাটা আমাদের কাছে একটা অন্য আবেগ। তাই আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাতে চাই।’
আরও পড়ুন-এটা কী পরেছেন! নগ্ন পোশাকে গ্র্যামি-র রেড কার্পেটে, বের করে দেওয়া হল কেনি ও বিয়াঙ্কাকে