সোমবার গায়ক সোনু 🧸নিগম তাঁর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে ভক্তদের, সমাজমাধ্যমে তারকাদের নামে থাকা ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে সতর্ক করেছেন। সোনু নিগম জানিয়েছে🐟ন যে, তাঁর নামেও এরকম বেশ কয়েকটি অ্যাকাউন্ট চালানো হচ্ছে। তারা ভুল তথ্য এবং বিতর্কিত বিষয় ছড়াচ্ছে।
সোনু নিগম জানিয়েছেন যে কেউ তাঁর নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়া🌟য় তাঁর ❀প্রতিনিধিত্ব করার ভানও করছে অনেকে। তিনি জানান, গত ৮ বছর ধরে এক্স-এ তিনি সক্রিয়ই ছিলেন না।
এই সম্পর্কে আরও ভালোভাবে বলার জন্য গায়ক একটি পোস্ট করেন। সেখানে বেশ কয়েকটি স্লাইড ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তার মধ্যে প্রথম দুটো স্লাইডে সোনু নিগম লিখেছেন, ‘আমার নজরে এসেছে যে কেউ আমার নামেꦍর অপব্যবহার করছে স্যোশাল মিডিয়ায়। দয়া করে মনে রাখবেন যে আমার টিমের কেউ কোনও কারণে আমার পক্ষ থেকে কারও সঙ্গে যোগাযোগ করেনি। যদি কেউ আমার টিমের সদস্য বলে দাবি করেন এবং হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে দয়া করে খুব সাবধানে তাঁর সঙ্গে কথা বলুন।’
আরও পড়ুন: রিয়েল এস্টেট সংস্থার অর্থ পাচারের সঙ্গে নাম জড়িয়েছে মহেশ বাবুর! ডেকে ꦕপাঠাল ইডি
সোনু নিগম আরও লেখেন, ‘এছাড়াও আমি গত ৮ বছর ধরে টুইটার বা এক্স-এ নেই🍎। সেখানে এমন কিছু অ্যাকাউন্ট রয়েছে যা অনুরা✤গীরা আমার বলে মনে করতে পারেন, কিন্তু সেটা আসলে অন্য কেউ চালাচ্ছেন। যদি আপনি এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোনও বার্তা পান, তাহলে দয়া করে রিপোর্ট করুন এবং ব্লক করে দিন।’
তবে এই বিষয়টি সঙ্গীত শিল্পীর অনুরাগ𝔉ীরাই তাঁর সামনে আনেন। তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ক﷽রতেও ভোলেননি গায়ক। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘যাঁরা আমার কাছে বিষয়টি তুলে ধরেছেন তাঁদের ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং বোঝাপড়ার জন্য অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: 'মানসিক ভাবে অনেক অভিজ্ঞতা আমাদের দুর্বল করে…', ভোগের ট্রেলার লঞ্চে হঠাৎ কেন 🌼এমন বললಞেন পরমব্রত?
পোস্টটি শেয়ার করে সোনু ক্যাপশনে লেখেন, ‘যদি আপনি আমার নামে কোনও সন্দেহজনক বা ভুয়ো বার্তা পান, তাহলে অ্য♓াকাউন্টটি রিপোর্ট করতে 🍰বা ব্লক করতে পারলে খুব ভালো হয়।’
প্রসঙ্গত, গায়িকা শ্রেয়া ঘোষালের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কয়েকদিন পর সোনু নিগম এই সতর্ক বার্তা দিলেন। তবে, প্ল্যাটফর্মের সহায়তা ဣটিমের সাহায্যে শ্রেয়া আবার তাঁর প্রোফাইল পুনরুদ্ধার করেছেন।