৫৪ বছর বয়সে এসে ফের বাবা হন তৃণমূল সাংসদ তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। কৃষ্ণের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন কৃষভি। আপাতত কন্যাকে নিয়ে সুখের সংসার কাঞ্চন-শ্রীময়ী। তবে জন্মের পর থেকেই কাঞ্চন কন্যাকে ঘিরে আলোকবৃত্ত। একরত্তির মুখ দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাঞ্চন-শ্রীময়ীর অনুরাগীরা। তবে খুদের মুখ দেখা না গেলেও মাঝে মাঝেই মা শ্রীময়ী তার নানা ঝলক সামনে আনেন। আর এবার মেয়েকে নিয়ে তার প্রিয় গান শুনলেন নায়িকা। সুন্দর সেই মিষ্টি মুহূর্ত ভিডিয়ো করে তা অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন তিনি। জাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনান এটাই মেয়ের প্রিয়। জানেন ছোট্ট🌊 কৃষভির পছন্দের গান কী?
শনিবার শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে দেখা যায় বাড়ির ড্রয়িং রুমের সোফায় কৃষভিকে কোলে নি𓆏য়ে বসে রয়েছেন অভিনেত্রী। তাঁদের সামনে টিভিতে একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিয়ো চলছে। সেখানে অতি জনপ্🔴রিয় গান ‘বুলবুল পাখি ময়না টিয়া…’ বাজছে। সেই গানের সঙ্গে গলা মেলাচ্ছেন শ্রীময়ীও। আর তা বেশ মন দিয়ে শুনছে একরত্তি, মায়ের কোলে বসে আনন্দে উপভোগ করছে তাঁদের মা-মেয়ের কোয়ালিটি টাইম।
আরও পড়ুন: পার্শ্বচরিত্র নয়, সপ্তর্ষি এবার ধারাবাহিকের নায়ক! কোন চ্যান💜েলে ফিরছেন অভিনেতা? নায়িকাই ꦇবা কে?
সেই ভিডিয়োতেই শ্রীময়ীকে বলতে শোনা যায় যে, এটা ছোট্ট কৃষভির পছন্দের গান। তিনি কৃষভির দিকে দেখিয়ে বলেন, ‘গানটা খুব পছন্দে🦄র, খুব পছন্দের।’ শুধꦅু তাই নয় অভিনেত্রী ভিডিয়োটির উপর লেখেনও, ‘কৃষভি’স ফেভারিট সং'।
প্রসঙ্গত, ২০২৪-এর দীপাবলিতে উৎসবের মরশুমে মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন কাঞ্চনপত্নী। যদিও শুরুতেই এখবর বেমালুম চেপে গিয়েছিলেন তাঁরা। যদিও তারকা দম্পতির বাড়িতে হওয়া দীপাবলির ছবি দেখে অনেকেই আন্দাজ করছি𒉰লেন বিষয়টা। আপ তারপরই আসে সুখবর। মেয়ের জন্মের খবর অবশ্য Hindustan Times Bangla-কেই🥂 প্রথম জানিয়েছিলেন সাংসদ অভিনেতা কাঞ্চন মল্লিক।
আরও পড়ুন: অনির্বাণ-🅺পার্ণোর ভয় ধরানো যুগলবন্দি, ‘ভোগ’র হাড়হিম করা ট্রেলার! কোন বিꦓশেষ ভূমিকায় শুভাশিস?
টলিপা💯ড়ার এই চর্চিত দম্পতি তাঁদের আদরের মেয়ের নাম রাখেন কৃষভি। কৃষভি শব্দের অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই ক♑ৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন জানিয়েছিলেন তাঁরা।