দেখতে দেখতে বিয়ের ৭ বছর পূর্ণ হল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ𓆏্যায়ের। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ পোস্টে কী লিখলেন অভিনেত্রী? কীভাবেই বা উদযাপন করলেন এই বিশেষ দিন?
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ ♚পারফরমেন্স দেখে কী বলছে দর্শকরা?
আরও পড়ুন: ছোট থেকেই কানে কম শুনতেন ইব্রাহিম, সমস্যা ছিলౠ কথাতেও! সইফ পুত্র বললেন, 'এখনও পুরোটা...'
রাজ শুভশ্রীর বিবাহবার্ষিকী
২০১৮ সালের ১১ মে সাতপাকে বাঁধা পড়েন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গ✤ঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি রাজবাড়িতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। দুই বছর চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দেখতে দেখতে তাঁদের বিয়ের ৭ বছর পূর্ণ হল। এদিন সেই উপলক্ষ্যে বেটার হাফের উদ্দেশ্যে একটি পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
৭ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে রাজ চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে🌠ন শুভশ্রী। সেখানে রাজকে সাদা শার্ট এবং জিন্সে দেখা যাচ্ছে। চোখে রয়েছে রোদ চশমা। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একটি টেবিল মোমবাতির আলোয় সাজানো। রয়েছে পানীয়ের গ্লাস। এই ছবি দুটি পোস্ট করে এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'হ্যাপি সেভেন্থ।' রাজ চক♓্রবর্তী আলাদা করে কোনও পোস্ট না করলেও কেবল শুভশ্রীর এই পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাত🎶ৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপাড়ার?
এদিন শুভশ্রীর এই 🐎পোস্টে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মানালি মনীষা দে💙। লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী। এরম থেকো সারাজীবন।' অহনা দত্ত লেখেন, 'পছন্দের দুই মানুষ, শুভ বিবাহবার্ষিকী।'
প্রসঙ্গত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দর্শকরা শেষবার সন্তান ছবিতে দেখেছেন। আগামীতে তাঁকে আলেয়া ছবিতে দেখবেন দর্শকরা। এছাড়াও শোনা যাচ্ছে সমস্ত জটিলতা কাটিয়ে এই বছর মুক্তি পেতে পারে ধূমকেতু। তাহলে আবারও বহু বছর পর দর্শকরা দেব, শুভশ্রী জুটিকে ফে🔯র একসঙ্গে বড় পর্দায় দেখবেন।
আরও পড়ুন: বুদ্ধের জীবনের উপর নি🐼র্মিত সিদ্ধার্থ জুড়ে♔ সঙ্গম-যৌনতার দৃশ্য! সিমির নগ্ন দৃশ্য উসকে দেয় বিতর্ক
আরও পড়ুন: রানি লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশির ঠাকুমার মা! ভ🀅াইরাল কর্নেলের পুরনো ভ🌼িডিয়ো