খুঁজে পাওয়া যাচ্ছে না ‘তꦰারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’কে। গত ১১ দিন হল কোনও খোঁজ পাওয়া যায় নি অভিনেতা গুরুচরণ সিং-এর। বেশকিছুদিন আগেই ছেলের খোঁজ না পেয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন অভিনেতার বাবা গুরুচরণ সিং। তিনি ২৬ এপ্রিল পুলিশকে জানিয়েছিলেন ‘আমার ছেলে গুরুচরণ সিং, বয়স ৫০। ২২ এপ্রিল সকাল সাড়ে আটটায় মুম্বই যাওয𓆉়ার জন্য বের হয়েছিল। তিনি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গিয়েছিলেন। তবে আর মুম্বই পৌঁছননি। গত ৪দিন ধরে তিনি নিখোঁজ। তার ফোনও পাওয়া যাচ্ছে না।’ এরপর ১১ দিন কেটে গেলেও অভিনেতার খোঁজ পাওয়া যায়নি।
এদিকে গুরুচরণ সিং-এর বাবার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সেই তদন্তে পুলিশ জেনেছিল, গুরুচরণ সিং পালাম অঞ্চল থেকে ৭০০০ টাকা তুলেছিলে♈ন। সবকিছু দেখ🌳ে পুলিশের অনুমান, অভিনেতা তাঁর নিজের স্বার্থে অন্তর্ধানের চক্রান্ত তৈরি করেছেন। সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে বলেই অনুমান।
পুলিশ মনে করছে গুরুচরণ নিজের ফোন পালাম অঞ্চলে রেখে গিয়েছেন। আর তাই অভিনেতাকে খুঁজে বের করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। কারণ তাঁর ফোন তাঁর সঙ্গে নেই বলেই মনে হচ্ছে। সংগৃহীত একটা সিসিটিভি ফুটেজে অভিনেতাকে দিল্লিতেই ই-রিকশা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে দেখা গিয়েছে। আর সেকারণেই মনে করা হচ্ছে, অভিনেতা গুরুচরণ সিং কোনও কারণে ইচ্ছাকৃতভাবেই সবকিছুর পরিকল্পཧনা করেছিলেন, তিন ইতিমধ্যেই দিল্লি ফিরেও গিয়েছেন।'
আরও পড়ু🔯ন-'বিদেশে খেলোয়াড় তৈরি হওয়ার সময় রাষ্ট্র পাশে থাকে, আর এদেশে?' কড়া প্রশ্ন ত🎃ুলল ‘দাবাড়ু’