টিআরপি তালিকা নিয়ে ঝামেলার কোনো অন্ত নেই। সাপ্তাহিক ফলাফলের অপেক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে মুখিয়ে থাকেন ধারাবাহিকের দর্শকেরা। আর ফলাফল সামনে এলেই সোশ্যাল মিডি❀য়ায় শুরু হয়ে যায় রেষারেষি। কার পছন্দের নায়িকা, কার পছন্দের সিরিয়াল টক্কর দিল, কে স্লট পেল🅰, কে সেরা দশ থেকে ছিটকে গেল, তা নিয়েই চলতে থাকে তর্ক-বিতর্ক।
আপাতত টিআরপি চার্টে সবার উপরে রয়েছে জি বাংলার সিরিয়াল পরিণীতা। একদম শুরুর সপ্তাহ থেকেই রেটিং চার্টে কামাল করছে উদয় প্রতাপ সিং ও নবাগতা নায়িকা ঈশানি। দ্বিতীয়♛ স্থাღনে রয়েছে জি বাংলারই আরেক মেগা ফুলকি। আর স্টার জলসার টপার ও টলতি সপ্তাহে টিআরপি চার্টে তৃতীয় স্থানে কথা।
আপাতত কথা সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। যার কারণ নিসন্দেহে ছবির লিড সাহেব ভট্টাচার্য ও সুস্মি𓆏তা দে-কে নিয়ে বাজারে রটা গসিপ। যেখান🐼ে দর্শকরা দাবি করছে, অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও নাকি চলছে প্রেম। আর বিয়ের এপিসোড, হামিমুন, ফুলশয্যা নিয়ে আপাতত বেশ জমদমাট একটা ব্যাপার।
চার নম্বরে যৌথভাবে গীতা এলএলবি ও কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। প্রথমটি স্টার জলসার, আর দ্বিতীয়টি জি বাংলার।🥀 পাঁচে জগদ্ধাত্রী। বর্তমানে সবচেয়ে পুরনো বাংলা মেগা এটি। শুরুর থেকে ক্রমাগত সেরা দশে জায়গা ধরে রাখতে সক্ষম এই সিরিয়াল। একসময় টানা ৩৪বার বেঙ্গল টপারও হয়।
দেখে নিন টিআরপি-তে সেরা দশ ধারাবাহিকের তালিকা-
প্রথম: পরিণীতা ৮.১
দ্বিতীয়: ফুলকি ৭.৫
তৃতীয়: কথা ৭.২
চতুর্থ: গীতা এলএলবি/ কোন গোপনে মন ভেসেছে ৭.০
পঞ্চম: জগদ্ধাত্রী ৬.৯
ষষ্ঠ: রাঙ্গামতি তীরন্দাজ ৬.৫
সপ্তম: মিত্তির বাড়ি ৬.০
অষ্টম: উড়ান ৫.৮
নবম: আনন্দী ৫.৫
দশম:গৃহপ্রবেশ ৫.২
ষষ্ঠ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। আর এবারের টিআরপি তালিকায় একটা বড় খবর হল, নম্বর বাড়ছে মিত্তির বাড়ি ধারাবাহিকের। মিঠাই-খ্যাত আদৃত রায়ের কামব্যাক মেগা নিয়ে একাংশ দꦫর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। বরং, নম্বর কম থাকায় মনে বেশ আঘাত পাচ্ছিল আদৃত-অনুরাগীরা। তবে এবার দেখা যাচ্ছে, ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন আদৃত আর পারিজাত। গত সপ্তাহে নম্বর এসেছিল ৫.৯। এবারে ৬.০।
এদিকে মিত্ত🐎ির বাড়ির বিপরীতে জলসায় শুরু হওয়া চিরসখা সেভাবে এখনও জায়গা করতে পারেনি টিআরপি চার্টে। আপাতত প্রাপ্ত রেটিং ৪.৯। ফলত সেরা দশে জায়গা তো হয়ইনি, স্লটও হাতে আসেনি অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ ✱মুখোপাধ্যায়দের।