সপ্তাহের বৃহস্পতিবার দিনটি আসা মানেই ধারাবাহিকের রেজাল্ট আউট। কে কাকে টেক্কা দিয়ে ১ নম্বর স্থান দখল করল, তা নিয়েই শুরু হয়ে যায় চর্চা। চলতি সপ্তাহে আবারও অঘটন জি বাংলার জন্য। কারণ টপার পজিশন হাতছাড়া করেছে এই চ্যানেল। আর সেই জায়গায় লাফিয়ে লাফিয়ে উঠে এল সাহেব-স🍰ুস্মিতার কথা সিরিয়াল।
দ্বিতীয় নম্বরেও রয়েছে স্টার জলসার সিরিয়াল গীতা এলএলবি। অবশ্য একা নয়, সঙ্গ দিয়েছে ফুলকি। আপাতত এই ধারাবাহিকে কৌশাম্বি থুরি পারোমিতার বিয়ে ঘিরে হেব্বি উত্তেজনা। বি𓃲ধবা বাড়ির বউয়ের বিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকই। যদিও তাতে অনেক টুইস্ট। ফলে টিআরপিও ভালোই বাড়ছে চড়চড়িয়ে।
আরও পড়ুন: ৫ বছর থেকেই ছেলেকে শেখান, ‘প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে প্রাইভেট পার্ট ন𝔍িয়ে…’!
তিনে রয়েছে জি বাংলারই নি🍬ম ফুলের মধু। চার নম্বরে স্টার জলসারই উড়ান। আর পাঁচে আবার জি বাংলা। রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যের কোন গোপনে মন ভেসেছে।
আরও পড়ুন: ‘তৃতীয় সন্তান🐷’ নিয়ে আইনি ঝামেলায় করিনা কাপুর! তৈমুর-জেহর মাকে দৌড়তে হল⛎ আদালতে
দেখুন টিআরপি-তে সেরা ১০-এর তালিকা-
প্রথম: কথা (৭.৪)
দ্বিতীয়: ফুলকি/ গীতা এলএলবি (৬.৬)
তৃতীয়: নিম ফুলের মধু (৬.৩)
চতুর্থ: উড়ান (৬.২)
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৫.৯)
ষষ্ঠ: শুভ বিবাহ/ রোশনাই (৫.৭)
সপ্তম: জগদ্ধাত্রী (৫.৮)
অষ্টম: বঁধূয়া (৫.৫)
নবম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)
দশম: মিঠিঝোরা (৪.৯)
চলতি সপ্তাহে টিআরপি একদম কমে গিয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালের। অনুরাগের ছোঁয়ার হাল তো দীর্ঘদিন ধরেই খারাপ। যদিও খুব জলদি এই ধারাবাহিকের গল্প অনেকটাই এগিয়ে যাচ্ছে। বড় হচ্ছে সোনা-রূপ🦋া। এমনকী, দিতিপ্রিয়া রায় এন্ট্রি নিচ্ছেন বড় রূপা হিসেবে।
আরও পড়ুন: ‘নকল শাড়ি’ বিক্রি! শতরূপার সঙ্গে ঝামেলায় কಌেয়া শেঠ, ‘মাকে শেখাও’ পরামর্শ মেয়েদের
আপাতত জি বাংলার দুটো ধারাবাহিক এখনও ৪৫ মিনিট ধরে সম্প্রচার হচ্ছে। সেই দুটি হল মিঠিঝোরা আর মালাবদল। এর মধ্যে মালাবদলের পায়ের তলার জমি শক্ত হয়নি এখনও। নম্বর মাত্র ৩.৭। তবে মিঠিঝোরা-র এখনও নিজেকে সেরা দশে ধরেꦛ🍬 রেখেছে ৪.৯ রেটিং দিয়ে।
অন্য দিকে, দেখা গেল নন ফিকশনে জি বাংলায় দিদি নম্বর ১ ও সারেগামাপা-র♒ টিআরপি এক। দুজনেই ৫.৫ রেটিং তুলেছে। আর দুপুরে সম্প্রচার হওয়া রন্ধনে বন্ধনꦯ রেটিং তুলেছে ০.৮।