ডেবিউড ছবি 'স্কাই ফোর্স'-এর জন্য এই মুহূর্তে চর্চায় রয়েছেন নবাগত বীর পাহাಞড়িয়া। আর বীরের ভাই শিখর প্রায়দিনই চর্চায় থাকেন কারণ তিনি শ্রীদেবী কন্যা জাহ্নবীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এদিকে ছবি মুক্তির পর থেকেই একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন বীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বীর পাহাড়িয়াকে প্রশ্ন করা হয়, 'কফি উইথ করণ'-এ সারা আলি খান ও জাহ্নবী কাপুর যখন তাঁদের দুই ভাই (বীর ও শিখর)-এর সঙ্গে প্রেমের বিষয়ে মুখ খুলেছিলেন, তখন কী মনে হয়েছিল? উত্তরে বীর বলেন তিনি সত্যিই সেদিন অবাক হয়েছিলেন।
কফি উইথ করণে সারা-জাহ্নবী
প্রসঙ্গত, ২০২২ সালে ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডে হাজির হয়েছিলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুর। সেসময় সেখানে তাঁদের দু'জনকেই ডেটিং নিয়ে নানান কথা জিগ্গেস করা হয়। প্রশ্নটি ছিল তাঁর কি দুই ভাইয়ের সঙ্গে ডেটিং করছেন? সেই এপিসোডেই উঠে এসেছিল বীরের কথা। এবিষয়ে বীর পাহাড়িয়াকে সম্প্রতি প্রশ্ন করা হলে, তিনি বলেন সেসময় এমন কথায় তিনি অবাকই হয়েছিলেনﷺ। তাঁর কথায়, 'যখন এটা ঘটেছিল, তখন আমি অবাকই হয়েছিলাম। কারণ ওটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল, আর আমি তখন একটা সিনেমায় এডি ছিলাম। আর আমি চাইনি যে কেউ আমার বিষয় কিছু জানুক। তবে হঠাৎ করেই যখন সবাই আমার বিষয় জানতে শুরু করল, তখন আমার কিছুটা লজ্জাই লেগেছিল।'
আরও পড়ুন-অনলাইনে ফাঁস 'দেবা'! প্রভাব পড়ছে ছবির বকꩵ্স অফিস কালেকশনে, কত আয় করতে পারে শাহিদের ছবি?