বাংলা নিউজ >
ঘরে বাইরে >
অধিবেশন ডাকুন নয়তো জনতা রাজভবন ঘিরে ফেলতে পারে- রাজ্যপালকে হুঁশিয়ারি গেহলটের
Updated: 24 Jul 2020, 04:13 PM IST
লেখক Arghya Prasun Roychowdhury
রাজস্থান হাইকোর্ট বলেছে আপাতত সচিন পাইলট ও তাঁর অনুগত বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না স্পিকার। শুক্রবারের সকালের এই রায়ের পরেই উঠে পড়ে লেগেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিজের সংখ্যা প্রমাণ করার জন্য।
রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করে দ্রুত বিধানসভার অধিবেশন ডাকতে আর্জি করেন তিনি। পরে তিনি বলেন যে রাজ্যপালকে বলা হয়েছে যে এর পর যদি লোকজন এসে রাজভবন ঘিরে ধরে তার দায় নিতে পারব না।
গেহলটের দাবি, দুশো সদস্যের বিধানসভায় ১০৯ জন তাঁর সরকারকে সমর্থন করছেন। এই পরিস্থিতিতে দ্রুত তিনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে চান যাতে বিজেপি তাঁর বিধায়কদের ভাঙিয়ে না নিতে পারে। রাজ্যপাল ওপরের থেকে চাপে আছেন বলেও অভিযোগ করেন অশোক গেহলট। অন্যদিকে ছয়জন বিএসপি বিধায়কের কংগ্রেসে যোগদান অসাংবিধানিক, এই অভিযোগ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বিজেপি বিধায়ক।