২০০৮ সালের ২৬শে জুলাই। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আমেদাবাদ। ৭০ মিনিটে ২১টি বিস্ফোরণ। ৫৬জনের মৃত্যু ও ২৪০জন আহত হয়েছিলেন সেদিন। সেই ভয়াবহ ঘটনার প্রায় সাড়ে ১৩ বছর পরে এবার ৪৯জন অভিযুক্তকে দোষী সাব্য়স্ত করল আমেদাবাদের স্পেশাল কোর্ট। প্রাক্তন সিমি নেতা সফদার নাগোরিকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। সেদিন আইইডি বোঝাই একটি গাড়ির ধাক্কায় প্রথমে জখম হন অনেকে। সেই জখমদের যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখনও হামলা চালানো হয়েছিল হাসপাতালে। এমনকী সেদিন যারা রক্ত দিতে এসেছিলেন তাদেরও টার্গেট করেছিল জঙ্গিরা। এটাই নাকি ছিল ২০০২ সালের গুজরাত দাঙ্গার বদলা! আর সেই ঘটনায় সামনে আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নাম। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন নরেন্দ্র মোদী। আর হোম মিনিস্টার ছিলেন অমিত শাহ। তদন্তে উঠে আসে ইন্ডিয়ান মুজাহিদিনের আজমগড় মডিউল এই আইইডিগুলি তৈরি করেছিল। সুরাতে যে আইইডিগুলো রাখা হয়েছিল তার পেছনে ছিল রিয়াজ ও ইকবাল ভাটকলের গ্রুপ। কর্ণাটকের জিহাদি গ্রুপের হাতও ছিল এর পেছনে। একটি ভুয়ো রেজিস্ট্রেশনযুক্ত গাড়ি ও খবর কাগজে মোড়া আইইডি দেখেই এই ঘটনায় বরোদা যোগের সন্ধান পান তদন্তকারীরা। কারণ খবরের কাগজটি ছিল বরোদা থেকে প্রকাশিত। এরপর বরোদায় তদন্তে নেমে একাধিকজনকে গ্রেফতার করা হয়। আজমগড়, দিল্লি, মুম্বইতেও তল্লাশি চলে। বড়সর মডিউলের সন্ধান পান তদন্তকারীরা।