হিন্দু বিবাহ কোনও চুক্তি নয় যে চাইলেই তা বাতিল করে দেওয়া হবে। এই বিবাহ বন্ধনকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। তাই, কেবলমাত্র সীমিত কিছু ক্ষেত্রেই সংশ্লিষ্ট দুই পক্ষের পেশ করা প্রমাণের ভিত্তিতে আইনত বিবাহ বিচ্ছেদ করা যেতে পারে। একটি মামলার প্রেক্ষিতে এমনটাই তার পর্যবেক্ষণে জানিয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি দোনাডি রমেশের ডিভিশন বেঞ্চে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা করেন এক মহিলা। সেই মামলার শুনানিতে বেঞ্চের তরফে বলা হয়, কেবলমাত্র দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই কোনও আদালত বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারে। অন্তিম রায়দান হওয়ার আগে পর্যন্তই যা কার্যকর থাকবে।
আদালতের আরও পর্যবেক্ষণ, চূড়ান্ত রায়দানের আগেই যদি এক পক্ষ সম্মতি প্রদানের অবস্থান থেকে সরে আসে, তাহলে আর প্রাথমিক সম্মতির ভিত্তিতে আদালত বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারে না।
উল্লেখ্য, এই ঘটনায় সংশ্লিষ্ট মহিলার অবস্থান নিয়েই জটিলতা তৈরি হয় এবং এই মহিলাই বুলন্দশহর অতিরিক্ত জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। এই মামলায় নিম্ন আদালত বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মহিলা।