Assam Police: বিয়ে হয়েছিল বাংলাদেশে, অসমে পাকড়াও ISIS-এর দুই মাথা, ওদের পরিচয় জানলে চমকে যাবেন
1 মিনিটে পড়ুন Updated: 21 Mar 2024, 04:03 PM ISTভারতে নাশকতার পরিকল্পনাকারী আইএসের দুই শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
ভারতে নাশকতার পরিকল্পনাকারী আইএসের দুই শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
বৃহস্পতিবার অসম পুলিশ জানিয়েছিল যে তারা ভারতে আইএসআইএসের দুই শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করেছে। যারা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ। ধৃতদের নাম হারিস ফারুকি ওরফে হরিশ আজমল ফারুখি ও অনুরাগ সিং ওরফে রেহান।
বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছে তারা চলে এসেছিল। তখনই তাদের গ্রেপ্তার করা হয়।
অসম পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, 'সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে খবর পাওয়া গিয়েছিল ভারতে আইএসআইএসের দুই শীর্ষ নেতা যারা প্রতিবেশী দেশে ঘাঁটি গেড়ে ধুবড়ি সেক্টরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে, তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়বে। সেই অনুসারে অভিযানে নামা হয়েছি।
'সেই গোপন তথ্যের ভিত্তিতে, শ্রী পার্থসারথি মোহন্ত, আইপিএস, আইজিপি (এসটিএফ), শ্রী কল্যাণ কুমার পাঠক, এপিএস, অতিরিক্ত এসপি, এসটিএফ এবং অন্যান্য পদমর্যাদার একটি এসটিএফ দলকে উল্লিখিত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নিযুক্ত করা হয়েছিল।
এসটিএফ অসম অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এনআইএর হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উন্নয়নের জন্য রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং দেশের মাটি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করব।