মুস্কান শর্মা
উত্তরপ্রদেশের𝐆 হামিরপুরে নববিবাহিত দম্পতিকে বিয়ের অতিথিরা নীল ড্রাম উপহার দিচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ধরনের ঘটন🐻াকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সম্প্রতি মিরাটে সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এর জেরে দেশজুড়ে তীব্র শোরগোল তৈরি হয়েছে বলে খবর।
গত মার্চে মার্চেন্ট নেভির প্রাক্তন অফিসার সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগি তাঁর প্রেমিক সাহিꦦলের সাহায্যে মাদক খাইয়ে স্বামীকে খুন করেন বলে অভিযোগ। নৃশংস হত্যাকাণ্ডের পর অপরাধ ঢাকতে নীল প্লাস্টিকের ড্রামে মৃতদেহ লুকিয়ে সিমেন্ট ভরে দেয় দু'জন।
একটি নৃশংস কৌতুক
ভিডিওটি ধারণ করা হয়েছিল যখন বর এবং কনে মঞ্চে বসেছিলেন এবং একদল বন্ধু একটি বড় নীল ড্রাম নিয়ে তাদের কাছে আসেন এবং এটি উপহার হিসাবে উপস্থাপন করেছিলেন। বরকে 💟দৃশ্যত বিস্মিত দেখাচ্ছিল, আর নববধূ হাসিতে ফেটে পড়েন। বন্ধুরা হাসতে থাকলেও দম্পতি গোটা ঘটনায় কিছুটা অবাক হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দম্পতি এবং অতিথিদের পরিচয় যাচাই করা না হলেও, কꦬ্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
ভিডিওটি দেখুন এখানে:
এদিকে এই ভিডিয়োকে ঘিরে অনেকেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই ধরনের একটি হত্যাকাণ্ডের পরে এবার নীল ড্রাম উপহার দেওয়া কতটা সঙ্গত তা নিয়েও প্রশ্𓆏ন উঠছে।
এক নেটিজেন লিখেছেন,পৃথিবী অসুস্থ হয়ে পড়েছে, প্রতিটি রাস꧅্তায় মানুষ এই গণহত্যা নিয়ে মজা করেছে। যখন তাদের সঙ্গে এমন কিছু ঘটবে, তখন তা🐈রা ব্যথা উপলব্ধি করবে,' তাদের একজন বলেছিলেন।
' আরে🍨কজন লিখেছেন, 'এরা কেমন বন্ধু? এরা শত্রুর চেয়েও খারাপ। এই ধরনের কৌতুক দেখ𒆙ায় যে মানুষ কতটা নীচে নামতে পারে।
তৃতীয় একজন ক্ষুব্ধ নেটিজেন মন্💝তব্য করেছেন, এটি অভদ্রতা, এরা বন্ধু হতে পারেন না।