'আইএমএফ যে পাকিস্তানকে অর্থ দিয়েছে, সেটা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকেই মদত দেওয়া।' গুজরꦺাটের ভুজ বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আজি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরের পর শুক্রবার গুজরাটে ভুজের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শ করেছেন রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীর মনোবল বাড়াতে সীমান্ত এলাকাগুলি সফর করছেন তিনি।পাশাপাশি, অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলে ভারতীয় সেনার প্রশংসা করতেও দেখা যায় তাঁকে।
বায়ুসেনা ঘাঁটি থেকেই পাকিস্তানকে নিশানা করে রাজনাথ সিং বলেন, ‘২৩ মিনিটই যথেষ্ট ছিল। যতক্ষণে মানুষ প্রাতঃরাশ করেন, ততক্ষণে ভারতীয় বায়ুসেনা দেশের শত্রুদের শেষ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জমানায় প্রতিরক্ষা বিষয়ে ভারতের ভাবনা ও কার্যক্ষমতার অনেক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমরা ভগবান রামের আদর্শেই চলি। তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটা ট্রেলার ছিল, সঠিক সময় গোটা🅷 পিকচার দেখাব।’ সেনার উদ্দেশ্যে রাজনাথ বলেন, আপনারা শত্রুদের দেশে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এর প্রতিধ্বনি কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না, সমগ্র বিশ্ব তা শুনেছে। সেই প্রতিধ্বনি কেবল ক্ষেপণাস্ত্রের নয় বরং ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের বীরত্বেরও ছিল।'