Fixed Deposit-এ সুদের হার হিসাবে বেশিরভাগ সরকারি ব্যাঙ্কেই এখন ২০০-৮০০ দিনের বিভিন্ন মেয়াদে ৭-৭.২৫% হারে সুদ দিচ্ছে। তাই কোথাও যদি বিনিয়োগে এর থেকেও কম হারে সুদ পান, তাহলে সেই বিনিয়োগ না করাই শ্রেয়। চাইলেই আরও একটু বেশি পেতে পারেন।
সবচেয়ে বেশি ফিক্সড ডিপোজিট রেট। ছবি: রয়টার্স(এডিটেড)
Best Fixed Deposit Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে বেশিরভাগ ব্যাঙ্ক। ভারতীয় স্টেট ব্যাঙ্ক(SBI) থেকে শুরু করে অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলিও এখন ভালই সুদ দিচ্ছে। আর তা হবে না-ই বা কেন। রিজার্ভ ব্যাঙ্ক গত কয়েক মাসে রেপো রেট বাড়িয়েছে। আর তারই প্রভাবে ব্যাঙ্কের আমানতের হার সপ্তমে পৌঁছে গিয়েছে।
নতুন সুদের হার হিসাবে বেশিরভাগ সরকারি ব্যাঙ্কেই এখন ২০০-৮০০ দিনের বিভিন্ন মেয়াদে ৭-৭.২৫% হারে সুদ দিচ্ছে। তাই কোথাও যদি বিনিয়োগে এর থেকেও কম হারে সুদ পান, তাহলে সেই বিনিয়োগ না করাই শ্রেয়। চাইলেই আরও একটু বেশি পেতে পারেন।
দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৪০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৭.১০% হারে সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেন হলে তাঁর নিয়মমাফিক আরও বেশি সুদ পাবেন। সিনিয়র নাগরিকরা ৭.৬০% হারে সুদ পাচ্ছেন। অনেকে তাই মা-বাবার নামেও টাকা রেখে ফিক্সড ডিপোজিট করছেন।
সরকারি ব্যাঙ্কে বর্তমানে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার
ব্যাঙ্কের নাম
কতদিনের FD
সর্বোচ্চ সুদের হার(%)
সিনিয়র সিটিজেনদের জন্য(%)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৪০০ দিন
৭.১০
৭.৬০
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
৬৬৬ দিন
৭.২৫
৭.৭৫
ব্যাঙ্ক অফ বরোদা
৩৯৯ দিন
৭.০৫
৭.৫৫
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৪৪৪ দিন
৭.৩৫
৭,৮৫
ইউনিয়ন ব্যাঙ্ক
৮০০ দিন-৩ বছর
৭.৩০
৭.৮০
ইউকো ব্যাঙ্ক
৬৬৬ দিন
৭.১৫
৭.২৫
কানারা ব্যাঙ্ক
৪০০ দিন
৭.১৫
৭.৬৫
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৪৪৪ দিন
৭.০৫
৭.৫৫
অন্যদিকে বেসরকারি ব্যাঙ্ক এমনকি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিও এখন এর কাছাকাছি রেটেই সুদ দিচ্ছে। সেরা দশ ব্যাঙ্কগুলিতে ৩ বছরের মেয়াদের FD-তে গড়ে ৭.৫% হারে সুদ প্রদান করা হচ্ছে।
বড় বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে, ICICI ব্যাঙ্কের প্রবীণ নাগরিকদের জন্যও বিশেষ স্থায়ী আমানত প্রকল্প রয়েছে। তার নাম ‘ICICI ব্যাঙ্ক গোল্ডেন ইয়ারস FD’। এর অধীনে, সিনিয়র সিটিজেন আমানতকারীরা ৫বছর থেকে ১০ বছরের মেয়াদে ৭.৫০% সুদের হার পাবেন।
HDFC ব্যাঙ্কেও একইভাবে 'সিনিয়র সিটিজেন কেয়ার FD' নামে প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ স্কিম রয়েছে। এই স্কিমে সুদের হার ৭.৭৫%। মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছরের মধ্যে।
বেসরকারি ব্যাঙ্কে বর্তমানে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার