বাংলা নিউজ > ঘরে বাইরে > জম্মুর আকাশে ক্ষেপণাস্ত্র! পাক হামলা? ছড়াল আতঙ্ক
পরবর্তী খবর
জম্মুতে পাক হামলা? একাধিক সংবামাদ্যমের রিপোর্ট অনুযায়ী, জম্মুর বিভিন্ন এলাকায় পাক সেনা গোলাবর্ষণ করেছে। বৃহস্পতি সন্ধে নাগাদ এই আক্রমণ করা হয়। ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। তবে এই আক্রমণের প্রত্যাঘাতও ভারতীয় সেনা শুরু করেছে, বলে খবর।