এর আগে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকে সাহায্য করার ইচ্ছে প্রকাশ করে দিল্লির রক্তচাপ বাড়িয়েছে চিন। এদিকে চিনের 'গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে' বাংলাদেশ যোগদান করবে কি না, তাও ভারতের কাছে ভাবনার বিষয় হতে পারে। এই সবের মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চিন সফরে যাচ্ছেন। এই আবহে দুই দেশের মধ্যে কোনও চুক্তি হবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে যাবতীয় জল্পনা নিয়ে সরাসরি জবাব দিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে তৌহিদ নিজেও চিন সফরে গিয়েছিলেন। (আরও পড়ুন: 'বাংলাদেশে শত্রু নয় চিন, তারা প্রতিদ্বন্দ্বী', ইউনুসের সফরের আগে দাবি জয়শংরের)
আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন মামলায় বড় নির্দেশ বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চের
আজ ঢাকায় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দেন, প্রধান উপদেষ্টা ইউনুসের চিন সফরকালে কোনও চুক্তি স্বাক্ষরিত হবে না দুই দেশের মধ্যে। তবে কয়েকটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষরিত হতে পারে বলে জনান তিনি। এদিকে চিনের 'গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে' বাংলাদেশ যোগ দেবে কি না, সেই প্রসঙ্গে তৌহিদ বলেন, 'আমি এই বিষয়ে নিশ্চিত নই। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই, তবে আমরা এর অংশ হব কি না তা দেখতে হবে।' (আরও পড়ুন: ঢাকায় ঘুরল খেলা! সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে উলটো দাবি হাসনাতের বেস্ট ফ্রেন্ডের)
আরও পড়ুন: মোদী-ইউনুস বৈঠক নিয়ে জয়শংকরের বক্তব্যের পর কী বললেন বাংলাদেশি বিদেশ উপদেষ্টা?