‘গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’ এমনটাই মনে করছেন বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন উপদেষ্টা। তারপরে সাংবাদিকদের সামনে তিনি একথা জানান।
আরও পড়ুন: বাম, নাকি ডানপন্থী হয়ে বাংলাদেশে এগোবে নাহিদদের পার্টি? মুখ খুলল এনসিপি
নাহিদ এদিন জানান, নতুন বাংলাদেশ গড়তে গেলে পুরনো সংবিধান এবং শাসন কাঠামো পরিবর্তন করতে হবে। কারণ পুরনো নিয়ম থাকলে তা নতুন বাংলাদেশ তৈরির পথে বাধা হয়ে দাঁড়াবে। এরপরই তিনি গণ পরিষদ নির্বাচনের পাশাপাশি সংসদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানান। তিনি বলেন, গণ পরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে। এদিন জুলাই আন্দোলনের পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ১৯৪৭ সালের আন্দোলনেও গুরুত্ব দেওয়ার কথা জানান নাহিদ।
জুলাই আন্দোলনে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মহম্মদ ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি প্রচুর শ্রমিক, কৃষক আত্মত্যাগ করেছিলেন। এই দিনে তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর যে উদ্দেশ্য নিয়ে আত্মত্যাগ করেছিলেন সেই উদ্দেশ্যে যাতে সফল করা যায়, তার জন্য দলের কার্যক্রম শুরু করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদি সরকার কি নির্মমভাবে দমনপীড়ন চালিয়েছে, তা গোটা বিশ্ব দেখেছে।