দ্বিতীয় স্পেশাল সাংবাদিক বৈঠক। ভারত পাক ডিজিএমও স্তরের বৈঠকের আগে সোমবার সেনার তিন শাখার সাংবাদিক বৈঠক। আর সেখানেই সেনার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে কীভাবে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান। কীভাবে একের পর এক পাক মিসাইলকে নামিয়ে দিয়েছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা পাকিস্তানের কারণে হয়েছে। জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। সাংবাদিক বৈঠকের আগেই জানানো হয়েছে, গতকাল( রবিবার) বিস্তারিতভাবে জানানো হয়েছিল কীভাবে পাকিস্তানে ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে আমরা জঙ্গি ঘাঁটি উড🐻়িয়ে দিয়েছি।
এয়ার মার্শাল এ কে ভারতী জানিয়েছেন, ৭ মে কেবলমাত্র জঙ্গি ডেরায় হামলা হয়েছে। আমাদের লড়াই পাক মিলিটারির সঙ্গে নয়। জঙ্গিদের সঙ্গে। এটা দুর্ভাগ্যের পাক সেনারা জঙ্গিদের হয়ে ব্যাটিং করেছে। তার জবাব আমাদের দিতে হয়েছে। ওদের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। কীভাবে ভারতীয় ফোর্স সিভিলিয়ানদের ক্ষতি কমাতে পারল সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে সেন🧔ার তরফে।
চিনের মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে, দাবি করা হয়েছে সাংবাদিক বৈঠকে। লং রেঞ্জ মিসাইলের ছবিও দেখানো হয়েছে। কীভাবে পাকিস্তানের ছোঁড়া একের পর এক মিসাইলকে রুখে দিয়েছে ভারত তার একের প🌳র এক নজির হাজির করা হয় সাংবাদিক বৈঠকে।
নূর খান এয়ারবেস🅘ে হামলার ভিডিয়ো দেখানো হয়। রাহিমিয়ার খ💯ান এয়ারবেসে হামলার ভিডিয়ো দেখানো হয়।
ডিজিএমও লেফটেনান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, গত কয়েকবছর ধরে জঙ্গিবাদের যে চরিত্র তার কিছু বদল এসেছে। আমাদের সাধারণ মানুষের উপর হামলা করেছে। পাপের ঘড়া পূর্ণ হয়েছে ওদের। পহেলগাঁওয়ের ঘটনায় বোঝা গিয়েছে সেটা। পাকিস্তান এয়ারফোর্স যখন ৯ ও ১০ মে রাতে হামলা চালিয়েছিল, বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে টপকাতে পারেনি। তিনি স্কুলবেলার কথা উল্লেখ করে বলেন, যখন আমি স্কুলে ছিলাম ৭০ এর দশকে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্য়ে সিরিজ চলছিল। সেই সময় অস্ট্রেলিয়া কীভাবে ইংল্যান্ডের টিমকে পর্যদুস্ত করত সেকথা তুলে ধরে🌠ন তিনি।
তিনি জানিয়ে দেন, পুরো সিস্টেম পেরিয়ে গেলেও আমাদের এয়ারফিল্ডে পার হওয়ার আগে ক🦩োন না কোনও জায়গায় আটকে যাবে। আমাদের এয়ারফিল্ড সবসময় কার্য🌱করী ছিল।
যে কোনও ধরনের প্রযুক্তি আসুক না কেন আমরা সেটা ⛄আটকানোর জন্য় তৈরি। সেটা আপনারা নিজের চোখেই দেখেছন। জানালেন এয়ার মার্শাল একে ভারতী।