শুল্ক জুজু, আর্থিক অনিশ্চয়তার মাঝেই ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর শোনালেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা। মনেটারি পলিসি কমিটির বৈঠকের পর আজ রেপো রেট কমানোর ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রধান। এর ফলে ঋণ নিলে ইএমআই পরিশোধের ক্ষেত্রে স্বস্তি পেতে পারেন আম জনতা। এই নিয়ে টানা দ্বিতীয় দফায় রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় আরবিআই। মনেটরি পলিসির বৈঠক শেষে আজ আরবিআই গভর্নর জানান, মনেটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৭ তারিখ থেকে আজ, ৯ এপ্রিল পর্যন্ত চলে মনেটারি পলিসি কমিটির বৈঠক। (আরও পড়ুন: ইউনুসের প্রতিনিধির সঙ্গে কথা ডোভালের, বৈঠক নিয়ে রহস্য বাড়ালেন বাংলাদেশের খলিলুর)
আরও পড়ুন: ফের চর্চায় যাদবপুরের ইন্দ্রানুজ, এবার টিএমসিপির পতাকায় আগুন দিয়ে বললেন...
আরও পড়ুন: 'কা কা ছি ছি গাওয়া মানুষটা…', ওয়াকফ নিয়ে তপ্ত জঙ্গিপুর, তোপ মমতার বিরদ্ধে
এর আগে রেপো রেট ছিল ৬.২৫ শতাংশ। তবে আজ আরবিআই গভর্নর জানিয়েছেন, এবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমানো হচ্ছে। এর ফলে নয়া রেপো রেট হতে চলেছে ৬ শতাংশ। প্রসঙ্গত, মনেটার পলিসি কমিটিতে ৬ সদস্য আছেন। তাঁর মধ্যে তিনজন হলেন আরবিআই সদস্য এবং তিনজন বাইরের। সদ্য সমাপ্ত বৈঠকে এই ৬ সদস্যই রেপো রেট কমানোর পক্ষে ভোট দেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.৫ থেকে ৬.২৫ শতাংশ করা হয়েছিল। (আরও পড়ুন: কল্যাণের 'কুকথায়' নাকি কেঁদে ফেলেছিলেন মহুয়া, দাবি তৃণমূলেরই সাংসদের)
এদিকে আরবিআই গভর্নর জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে সার্বিক ভাবে ভারতের রিয়েল জিডিপি থাকবে ৬.৫ শতাংশ। প্রথম কোয়ার্টারে তা থাকবে ৬.৫ শতাংশ, দ্বিতীয় কোয়ার্টারে ৬.৭ শতাংশ, তৃতীয় কোয়ার্টারে ৬.৬ শতাংশ এবং চতুর্থ কোয়ার্টারে ৬.৩ শতাংশ। এদিকে সঞ্জয় দাবি করেন, তারা যতটা আশা করেছিলেন, তার থেকে বেশি দ্রুত খাদ্যপণ্যের দাম কমেছে। এদিকে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার বিষয়টির ওপর আরবিআই নজর রাখছে বলে আজ জানান তিনি। (আরও পড়ুন: কল্যাণ-মহুয়া বিতর্কে তুঙ্গে, তৃণমূলের কোন সাংসদকে এগিয়ে রাখলেন অভিজিৎ গাঙ্গুলি?)
আরও পড়ুন: মঙ্গলে ওয়াকফ নিয়ে হিংসার পর এখন কেমন আছে জঙ্গিপুর? দেখুন স্পটের ভিডিয়ো
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে রেপো রেট বাড়িয়েছিল আরবিআই। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে লাগাতার ১০ দফায় রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল। আর ২ বছর পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট কমানোর বড় ঘোষণা করেছিলেন আরবিআই প্রধান সঞ্জয় মলহোত্রা। আর এবারেও রেপো রেট কমানো হতে পারে বলে মনে করা হচ্ছিল। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে আরবিআই গভর্নর রেপো রেট সংক্রান্ত ঘোষণা করেন। (আরও পড়ুন: যোগীর দেখানো পথে মমতা, পুলিশের DG নিয়োগের নিয়মে বড় বদল নবান্নের)