দুই পক্ষের সওয়াল জবাব শুনে বেঞ্চ একটি স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে এবং আদেশ দিয়েছে যে কুয়ো সম্পর্কিত পুরসভার নোটিশ কার্যকর করা হবে না।
সম্ভালের শাহি জামা মসজিদ এলাকা. (AFP)
সম্ভালে সদ্য একটি কুয়ো নিয়ে এসেছিল স্থানীয় পুরসভার নোটিস। কুয়োটির একটি অংশ ছিল সম্ভালের শাহি জামা মসজিদ চত্বরে, আর বাকি অংশ ছিল চত্বরের বাইরে। সেই কুয়োকে জনতার জন্য খুলে দিতে এসেছিল স্থানীয় পুরসভার নোটিস। এবার সেই কুয়োটিকেই জনতার জন্য খুলে দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি করে দিল সুপ্রিম কোর্ট।
উত্তর প্রদেশ সরকার ও সম্ভাল প্রশাসনকে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ওই কুয়োটি জন সাধারণের জন্য খুলে দেওয়া থেকে বিরত থাকতে। কোর্ট এদিনের বার্তায় জোর দিয়েছে স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উপর। প্রসঙ্গত, কিছু দিন আগেই সম্ভালে মসজিদ ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছিল। সে প্রেক্ষাপটে প্রবল হিংসা দেখা যায় সম্ভালে। এদিন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে, যে সম্ভাল পুরসভার তরফে যে নোটিস ইস্যু করা হয়েছে ২০২৪র ডিসেম্বরে, যেখানে কুয়োটি সংস্কার, সম্পত্তির তদন্ত, ও কুয়োটির যে অংশ মসজিদ চত্বরের বাইরে রয়েছে সেই অংশ খুলে দেওয়া সংক্রান্ত বিষয়ের কথা বলা হয়েছে, তা নিয়ে কেউ পদক্ষেপ করবে না।