‘ব্লাড মানি’- ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের নির্দেশের পর থেকেই সেই শব্দবন্ধ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইয়েমেনে মেয়ের মৃত্যুদণ্ড আটকাতে ‘ব্লাড মানি’ দিতেও রাজি হয়ে গিয়েছে ভারতীয় নার্সের পরিবার। কিন্তু এই ‘ব্লাড মানি’ বিষয়টা আদতে কী? যা দিলে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ হয়ে যেতে পারে?
শরিয়ত আইনে আছে ‘ব্লাড মানি’-র বিষয়টি
আসলে ইসলামিক শরিয়ত আইনে সেই ‘ব্লাড মানি’-র বিষয়টি আছে। যে আইন মেনে চলে পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন। খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে ‘ব্লাড মানি’-র ধারণা প্রচলিত আছে। ওই তত্ত্ব অনুযায়ী, যদি কাউকে খুন করা হয়, তাহলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ক্ষমাপ্রার্থনা করতে পারেন অভিযুক্ত। মৃত্যুদণ্ডের মতো সাজা এড়ানোর জন্য সেই আর্থিক সহায়তা প্রদানের সুযোগ আছে। সেক্ষেত্রে অভিযুক্তের ভাগ্য নির্ধারণ করে সংশ্লিষ্ট পরিবারের উপরে।
‘ব্লাড মানি’-তে টাকার অঙ্কটা কত হয়?
‘ব্লাড মানি’ হিসেবে ঠিক কত টাকা দিতে হবে, সেটার নির্ধারিত কোনও অঙ্ক নেই। যিনি খুন হয়েছেন, তাঁর পরিবারের (বা অন্য অপরাধের শিকার হয়েছেন যিনি, তাঁর পরিবার) সঙ্গে আলোচনার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের অঙ্কটা নির্ধারণ করা যায়। কোরানেও সেই বিষয়টির উল্লেখ করা আছে।
আরও পড়ুন: Who is Nimisha Priya: কে এই নিমিশা প্রিয়া? কেন ইয়েমেনে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল ভারতীয় নার্সকে?
আর ইয়েমেনে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রিয়ার প্রাণ বাঁচানোর জন্য সেই ‘ব্লাড মানি’ দিতেও রাজি আছে পরিবার। এক ইয়েমেনি নাগরিককে খুনের অভিযোগ উঠেছিল প্রিয়ার বিরুদ্ধে। সেই ঘটনায় প্রিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি তাতে সায় দিয়েছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল-আমিনি। ফলে মাসখানেকের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আলোচনায় বসার আর্জি প্রিয়ার পরিবারের
সেই পরিস্থিতিতে ওই ইয়েমেনি নাগরিকের পরিবারের সঙ্গে আলোচনায় বসতে সাহায্য করার জন্য ভারতীয় সরকারকে আর্জি জানিয়েছে প্রিয়ার পরিবার। দিল্লি হাইকোর্টে প্রিয়ার মা প্রেমা কুমারির আইনজীবী সুভাষ চন্দ্রন জানিয়েছেন, ইয়েমেনি নাগরিকের পরিবারের সঙ্গে আলোচনা করা এখনও সম্ভব। ‘ব্লাড মানি’-র পরিবর্তে প্রিয়াকে যাতে প্রাণভিক্ষা দেওয়া হয়, সেটা বোঝানোর সুযোগ আছে এখনও। ভারতীয় সরকার ওই ব্যক্তির পরিবারকে চিহ্নিত করে আলোচনার টেবিলে বসার ক্ষেত্রে সাহায্য করতে পারে বলে হাইকোর্টে জানিয়েছেন কেরলের নার্স প্রিয়ার মায়ের আইনজীবী।
সবরকমের সাহায্যের আশ্বাস ভারত সরকারের
তারইমধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে প্রিয়ার পরিবারকে সবরকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'এই বিষয় যা যা সহযোগিতা করা সম্ভব, সেটা করছে সরকার।' সেইসঙ্গে ইরানের এক উচ্চপদস্থ কর্তাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দিল্লিতে তিনি জানিয়েছেন, মানবিকতার খাতিরে যা করা যায়, সেই কাজটা করা হবে।