স্যান্ডপেপারকাণ্ডের পর স্মিথের অধিনায়ক হওয়া নিয়ে রয়েছে নানা মুনি, নানা মত। যদি অজি তারকা ঠান্ডা মাথায় উত্তর দিয়েই বলছেন, ‘সবাই নিজের মতামত দিতে পারে, সেই স্বাধীনতা রয়েছে সকলের। দলের পরিবেশ খুবই ভালো, তাই আমি নিজেকে নিয়ে খুশি। যার যেটা ইচ্ছা বলতেই পারে। আমার সঙ্গে দলের সবারই ভালো বোঝাপড়া রয়েছে ’।