ENG vs SL, ICC ODI World Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘বুড়ো’ একাদশ বাছাই করেই বিশ্বকাপে ইতিহাস লিখল ইংল্যান্ড Updated: 26 Oct 2023, 03:30 PM IST Tania Roy এক নতুন নজির গড়ে ফেলল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে যতই খারাপ হাল হোক না কেন, বৃহস্পতিবার একাদশ বাছাই করেই তারা লিখে ফেলল ইতিহাস। এমন ঘটনা এর আগে ক্রিকেট বিশ্বকাপে অন্তত ঘটেনি।