KKR vs DC: পাঁচ ম্যাচ পরে আবারও পাওয়ার প্লে'তে উইকেট KKR-এর, শেষ কবে পেয়েছিল, জানেন? Updated: 24 Oct 2020, 06:49 PM IST Ayan Das টানা পাঁচ ম্যাচে প্রথম ছ'ওভারে কোনও উইকেট পায়নি কলকাতা নাইট রাইডার্স। তার প্রভাবও ম্যাচে পড়েছে। অবশেষে আজ (শনিবার) আবুধাবিতে সেই উইকেট-খরা ভাঙল কেকেআর। একনজরে দেখে নিন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য -