মুলতান টেস্টে পাকিস্তান দল প্রথম ইনিংসে ৫০০-র ওপর রান করার পরেও ইনিংসে হেরেছে, এই লজ্জার দিন সত্যিই পাক ক্রিকেটে বিরল। এত খারাপ রেকর্ড এর আগে কখনও হয়নি পাকিস্তানের ক্রিকেটে। ওয়াসিম আক্রম, ইনজাম উল হক, ইমরান খানদের উত্তরসুরীদের এই হাল দেখে অধিনায়ক শান মাসুদকে তীব্র কটাক্ষ করলেন মাইকেল ভন।