Kolkata Metro Extension Latest Update: টালিগঞ্জ থেকে মেট্রোয় বেহালা ও খিদিরপুর! পরিকল্পনা শুরু, কোন কোন স্টেশন থাকবে? Updated: 25 Mar 2025, 07:55 PM IST Ayan Das টালিগঞ্জ থেকে মেট্রোয় বেহালা ও খিদিরপুরে যাওয়া যাবে। সেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এবং পার্পল লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) তরফে সেই প্রস্তাব দেওয়া হয়েছে। কোন কোন স্টেশন থাকতে পারে?