শ্রমিকদের পাশে রাজ্য, বাংলায় আরও ৬ ESI হাসপাতাল, ৪৩ স্বাস্থ্যকেন্দ্রের ঘোষণা Updated: 22 Feb 2023, 10:54 PM IST Soumick Majumdar রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, বর্তমানে রাজ্যে ১৪টি ESI হাসপাতাল রয়েছে। আমরা আরও ৬টি হাসপাতাল স্থাপন করতে চলেছি। এর মধ্যে দুইটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, হলদিয়া এবং শিলিগুড়িতে।