কলকাতা লিগে বাতিল হয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ভারি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল সাদা কালো শিবিরের ম্যাচ। খেলা শুরু হলেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সুরুচি সঙ্ঘের বিপক্ষে ম্যাচ ছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের। সেই ম্যাচে সুরুচি সঙ্ঘ দল এগিয়ে ছিল, কিন্তু প্রবল বৃষ্টির কারণে মাঠে জল জমতে থাকে। এর জেরে খেলা পণ্ড হয়ে যায়, এক্ষেত্রে অবশ্য ম্যাচ পরে এই অবস্থা অর্থাৎ ২-১ ফলে সুরুচি এগিয়ে থাকা অবস্থায় শুরু হবে না রিম্যাচ দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি আইএফএ। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টসের শুক্রবারের কলকাতা লিগের ম্যাচও স্থগিত করে দেওয়া হল, সেদিন বাগানের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থাকায়।
আরও পড়ুন-‘নেই ম্যাকলারেন,মার্টিনস’! তবু ডুরান্ডের শেষ আটে পঞ্জাবকে হারাতে মরিয়া মোলিনার মোহনবাগান…
মহমেডান স্পোর্টিং ক্লাব গত কয়েক বছর ধরেই কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এবারেও তাঁদের দল বেশ ভালো ফুটবল খেলেছে গ্রুপ স্টেজে। সুপার সিক্সের রাউন্ডের আগে মহমেডান এই ম্যাচ জিততে পারলে তাঁদের আত্মবিশ্বাস আরও খানিকটা বেড়ে যেত, কিন্তু ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় তাঁরা আরও একটা সুযোগ পেয়ে গেলেন। কারণ ম্যাচে এই ফলাফল থাকলে, হেরেই মাঠ ছাড়তে হল সাদা কালো শিবিরকে, সেক্ষেত্রে তাঁদের ক্ষতিই হত।
বেশ কিছুক্ষণ অপেক্ষার পর মাঠে বল গড়ানোর জন্য পরীক্ষা করা হয়। কিন্তু রেফারি তরুণ কুমার বিশ্বাস দেখতে পান, কোনওভাবেই খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এরপরই তাঁরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেছিলেন বামিয়া। নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচে সুরুচি সঙ্ঘের হয়ে গোল করেন জয়দীপ সিং এবং আবু সুফিয়ান।
আরও পড়ুন-মরশুমের প্রথম বড় ম্যাচ যোগীর রাজ্যে! ২ সেপ্টেম্বর মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল…
এদিকে শুক্রবার কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ সরিয়ে দেওয়া হল। সেইদিনই ডুরান্ড কাপে ছিল মোহনবাগানের ম্যাচ বিকেল চারটেয়। আর তাঁর এক ঘন্টা আগেই কলকাতা লিগে মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল রেলওয়ে এফসি দলের। কিন্তু একই সময় একই দলের দুটি আলাদা প্রতিযোগিতায় ম্যাচ একইসঙ্গে হাস্যকর এবং অবাক করার মতো। এই পরিস্থিতিতে ম্যাচ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে আইএফএর তরফে। যদিও পরবর্তী ম্যাচের দিন ঠিক করেনি আইএফএ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।