UEFA Champions League semi-final Paris Saint-Germain vs Arsenal: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি🦩 আর্সেনাল। বরং প্যারিসে ফিরেই পিএসজি দেখালো এক জাদুকরী পারফরম্যান্স। বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয় লেগে ২-১ গোলে আর্সেনালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।
উয়েফা চ্যাম𓄧্পিয়ন্স লিগের সেম𓂃িফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে বুধবার রাতে, মুখোমুখি হয়েছিল পিএসজি ও আর্সেনাল। প্রথম লেগের ম্যাচে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় পিএসজি। ফলে, এই ম্যাচে নামার আগে এগ্রিগেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন তারা।
এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারলেও প্যারিসে অন্য কিছু করে দেখাতে চেয়েছিল আর্সেনাল। শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করে ঘুরে দাঁড়ানোর আভাস তারা দিয়েছিল। কিন্তু পারেনি। বরং পুরো মাঠজুড়ে দাপট দেখিয়ে দ্বিতীয় লেগেও জ𒀰িতেছে পিএসজি। বুধবার পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি চ্যাম্পিয়নরা। ৩-১ গোলের অগ্রগামিতায় ইন্টার মিলানের সঙ্গে শিরোপার লড়াই নিশ্চিত করেছে পিএসজি।
আরও পড়ুন … ২৬-এর আগেই IPL-এ ৫০🧸০+ রান! বিরাট-শ্রেয়সের পর বিরল রেকর্ড গড়লেন শুভ🐷মন গিল
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি আর্সেনাল। টিম্বার, রাইস, মার্তিনেল্লি ও ওডেগার্ডের প্রচেষ্টাগুলো আটকে দেন পিএসজি গোলকিপার জিয়ানলুইজ🃏ি দোনারুম্মা। পিএসজিও শুরুতে পোস্টে বাধা পায়। তবে ২৭তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের অসাধারণ ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন … ৩৪টি T20-তে ৬৪৬ রান সহ ১০ উইকেট💝! ম্যাক্সওয়েলের প🌄রিবর্তে ভয়ঙ্কর অলরাউন্ডারকে নিল পঞ্জাব কিংস
দ্বিতীয়ার্ধে সাকার একাধিক প্রচেষ্টা দোনার𒁃ুম্মা আটকে দেন। ৭০তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলেও ভিতিনহার দুর্বল শট রক্ষা করেন গোলরক্ষক রায়া। তবে তিন মিনিট পর আচরাফ হাকিমির দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করে পিএস🥃জি।
আরও পড়ুন … ভারত-পাকিস্তান উত্তেজনা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব কি IPL 2025-এ পড়বে? কী বলছে BCCﷺI?
৭৭তম মিনিটে বুকায়ো সাকা এক গোল শোধ করেন, কিন্তু পরের সুযোগ নষ্ট করলে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পিএসজির। পাঁচ বছর পর আবারও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুযোগ পেল তারা। আগামী ৩১ মে মিউনিখের অ্যাল𝄹িয়েঞ্জ এরেনায় ইন্টার মিলানের মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি। এবারের লক্ষ্য একটাই — শিরোপা জয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।