বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওডিআই-তে বাজে ভাবে হারতে হয়েছিল ভারতকে। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় হয় টিম ইন্ডিয়ার। মাত্র ১৮৬ রানে তারা অল আউট হয়ে যায়। সেখান থেকে অবশ্য জেতার পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ভারত। তবে বাংলাদেশ শেষ উইকেটে বাজিমাত করে। মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজের ৫১ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপই জয়ের পথে নিয়ে যায় বাংলাদেশকে। সেই ম্যাচে কেএল রাহুলের ৭০ বলে ৭৩ বাদ দিলে বাকিরা সকলে চূড়ান্ত ব্যর্থ হয়। প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে পড়েছে রোহিত শর্মার দল।
বুধবার একই মাঠে দ্বিতীয় ওডিআই খেলতে নামবে ভারত-বাংলাদেশ। এই ম্যাচে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন: T20 কোচের পদ থেকে সরানো হচ্ছে দ্রাবিড়কে? কী বলছে BCCI?
প্রথম ওডিআই হারের পর ভারতীয় দলে কোনও বড় পরিবর্তন হবে কিনা, তা নিয়ে চর্চা চলছে। তবে দ্বিতীয় ওডিআই-এ চোট সারিয়ে দলে ঢুকতে পারেন অক্ষর প্যাটেল। তিনি আগের ম্যাচে খেলার মতো পরিস্থিতিতে ছিলেন না। অক্ষর ঢুকলে স্বাভাবিক ভাবে কোপ পড়তে পারে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের উপর। প্রসঙ্গত, তিনি প্রথম ওডিআই-এ ব্যর্থও হয়েছেন। তাই অক্ষর খেললে শাহবাজের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: একেই প্রথম ম্যাচে হার, গোদের উপর বিষফোঁড়া- জরিমানা করা হল রোহিতদের
এ দিকে সাংবাদিক সম্মেলনে অক্ষরের চোট নিয়ে কিছু না বললেও শিখর ধাওয়ান অবশ্য জানিয়ে দিয়েছেন, শার্দুল ঠাকুর ম্যাচ খেলার জন্য ফিট। এ দিকে ভারত যদি কোনও ব্যাটারকে দলে নেয় সে ক্ষেত্রে লড়াই হবে ইশান কিষাণ, রাহুল ত্রিপাঠি এবং রজত পতিদারের মধ্যে। প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনারদের কাছে নাকানিচোবানি খেয়ে, তাদের সামলানোর জন্য ইতিমধ্যেই বিশেষ অনুশীলন করেছে ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।