বিরাট কোহলির সম্পর্ক ছিল ব্রাজিলিয়ান মডেল ইজা বেলার সঙ্গে। ২ বছরের সম্পর্ক ভেঙে যায়। হার্দিকের সম্পর্ক ছিল আবার বলিউড সুন্দরী এলি আব্রাহামের উপর। দীনেশ কার্তিকের ছেলেবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারা আবার মুরলি বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়। বিয়ের পর কার্তিককে ডিভোর্স দিয়ে দেন।