1 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2024, 11:10 AM ISTMoinak Mitra
১৯৭৫ সালে অলিম্পিক অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের তা প্রদান করা হয়ে থাকে। থমাশ বাখ এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব। বিন্দ্রা জানান, যখন তিনি ছোট ছিলেন, অলিম্পিক্সের রিংগুলোই তাঁর জীবনকে বদলে দিয়েছিল।
আইওসি সভাপতি থমাশ বাখের সঙ্গে অভিনব বিন্দ্রা। ছবি- রয়টার্স
বিরল সম্মানে সম্মানিত করা হল ভারতের প্রাক্তন শ্যুটার অভিনব বিন্দ্রাকে। অলিম্পিক্স কমিটির তরফ থেকে সম্মানিত করা হয় তাঁকে। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এসেছিল পদক। সেই শুরু, এরপর দ্বিতীয় ভারতীয় হিসেবে গতবার সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। পরিসংখ্যান বলছে শ্যুটিংয়ে ভারতের বেশ কয়েকজন ক্রীড়াবিদ পদক জিতলেও বিন্দ্রাই প্রথম সোনা জিতেছিলেন।
তার আগের বার অর্থাৎ ২০০৪ এথেন্স অলিম্পিক্সে রাজ্যবর্ধন সিং রাঠোর জিতেছিলেন রুপো। তবে সোনার স্বাদ প্রথম এনে দেন অভিনব। সেই জয়ের গুরুত্ব আরও বেশি ছিল, কারণ অতীতে হকিতে বারবার সোনা জেতা ভারত দীর্ঘ কয়েক দশক ধরেই অলিম্পিক্সে সোনা জিততে পারেনি। ফলে বিন্দ্রার হাত ধরেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফের স্বপ্ন দেখা শুরু করে ভারতবাসী।
সেই অভিনব বিন্দ্রা এবারও গেছিলেন প্যারিসে, সব সময়ই পাশে ছিলেন ভারতীয় দলের, প্রতিনিয়ত উদ্বুদ্ধে করে গেছেন খেলোয়াড়দের। মনু ভাকেরের ব্রোঞ্জ পদক হোক বা ভিনেশ ফোগটের দুর্ভাগ্যজনকভাবে পদক হাতছাড়া হওয়া, সবেতেই ক্রীড়াবিদদের পাশে থেকেছেন ৪১ বছর বয়সী এই প্রাক্তন শ্যুটার। এবার তাঁকেই অলিম্পিক অর্ডার সম্মানে সম্মানিত করল আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা। ভারতীয়দের মধ্যে এই সম্মান পাওয়া বিরল বলা চলে।
১৯৭৫ সালে এই অলিম্পিক অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। থমাশ বাখ এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব। এহেন সম্মানে ভূষিত হয়ে আপ্লুত বিন্দ্রা জানান, ‘যখন আমি ছোট ছিলাম অলিম্পিক্সের রিংগুলোই আমার জীবনকে বদলে দিয়েছিল। দুদশক ধরে আমি যে অলিম্পিক্সে আমার স্বপ্নের সঙ্গে জুড়ে থাকতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। খেলা ছাড়ার পর আমি সব সময় চেয়েছি খেলার সঙ্গে জড়িয়ে থাকবে এবং অবদান রাখতে অলিম্পিক্সে ’।
নিজের বর্ণময় কেরিয়ারে অভিনব বিন্দ্রা জিতেছেন ১৫০র বেশি পদক। তবে দেরাদুনের এই ছেলে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বকালের অন্যতম সেরা নায়ক হয়ে থাকবেন বেজিং অলিম্পিক্সে সোনা জয়ের জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।